পঞ্চগড়ে একটি হত্যা মামলার সব আসামিকে খালাসের রায়ের বিরুদ্ধে আদালত প্রাঙ্গণে অবস্থান ও বিক্ষোভ করেছেন বাদীপক্ষ। এ সময় উপস্থিত জনতাও রায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। জানা যায়, ২০১১ সালের ৩০ মার্চ জমি নিয়ে বিরোধের জেরে তেঁতুলিয়া উপজেলার ঝালিঙ্গিগজ গ্রামে সংঘর্ষ হয়। এতে এরশাদ নামে এক যুবক গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে তেঁতুলিয়া থানায় হত্যা মামলা করেন এরশাদের বাবা কসিরউদ্দিন। প্রতিপক্ষও ১৯ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করে। তদন্তের পর দুবার চার্জশিট দাখিল করে তেঁতুলিয়া থানা পুলিশ। তদন্ত ও সাক্ষ্য শেষে রবিবার দুই মামলারই রায় দেন অতিরিক্ত জেলা দায়রা জজ এস এম রেজাউল বারী। রায়ে হত্যা মামলা এবং আসামি পক্ষের করা কাউন্টার মামলার সব আসামিকে বেকসুর খালাসের রায় দেন বিচারক। এ ঘটনায় ক্ষুব্ধ হন হত্যা মামলার বাদীপক্ষ। তারা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন।
এরশাদের মা রমেছা বেগম বলেন, আমার ছেলেকে কুড়াল দিয়ে মাথায় আঘাত করা হয়েছিল। পরদিন চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ছেলে হত্যার বিচার চেয়ে ১৫ বছর ধরে আদালতে ঘুরছি। আদালত এমন রায় দেবে আশা করিনি। গরিব মানুষ বলে কি ন্যায়বিচার পাব না। আসামি পক্ষের আইনজীবী হাবিবুর রহমান বলেন, পুলিশি তদন্ত এবং সাক্ষ্য শেষে আদালত যে রায় দিয়েছেন তা যুক্তিযুক্ত। বাদীপক্ষের আইনজীবী আবদুল মতিন বলেন, উচ্চ আদালতে আপিল করা হবে।