দিনাজপুরের বিরল উপজেলায় ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু হয়েছে অসুস্থতাজনিত কারণে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুলিশের তদন্ত ও স্থানীয়দের পর্যবেক্ষণ থেকে এটা স্পষ্ট যে, তাকে বাসা থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার কোনো ঘটনা ঘটেনি।
গত বৃস্পতিবার ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা শ্রী ভবেশ চন্দ্র রায়ের অপহরণ ও নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।’ এ ছাড়া এই মৃত্যু নিয়ে একাধিক ভারতীয় মিডিয়ায় হত্যা সংক্রান্ত খবর প্রকাশ হয়। ভারতের এই বিবৃতি প্রত্যাখ্যান করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৯ এপ্রিল) ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে প্রেস ব্রিফিং করে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, ঘটনার দিন বিকেলে সঙ্গীদের ডাকে বাড়ি থেকে বের হন ভবেশ।
কয়েক ঘণ্টার ব্যবধানে পথিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বাবার অসুস্থতার খবর পেয়ে অ্যাম্বুল্যান্স পাঠিয়ে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন একমাত্র ছেলে স্বপন চন্দ্র রায়। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ওইদিন মধ্যরাতেই সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ।
তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওযা যায়নি। পরে লাশ ময়না তদন্ত শেষে তার সৎকার করেছে পরিবার।
জানা যায়, ভবেশ চন্দ্র রায় (৫৫) অত্যন্ত মিশুক প্রকৃতির একজন মানুষ বলে এলাকায় পরিচিত। এক সময় ৯-১০ বিঘা জমিজমা থাকলেও বর্তমানে ভিটেমাটি ছাড়া তেমন কোনো সম্পদ নেই। ব্যক্তি জীবনে তিনি কর্মবিমুখ মানুষ।
এক ছেলে ও এক মেয়ের জনক। ৩-৪ বছর আগে একমাত্র মেয়ে শ্বশুরালয়ে মারা যায়। একমাত্র ছেলে স্বপন চন্দ্র রায় (২৮) স্নাতকোত্তর শেষে দিনাজপুর শহরের কালিতলা এলাকায় মেসে থেকে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন।
ভবেশ চন্দ্র রায়ের স্ত্রীর ভাষ্য মতে, গত বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার দিকে প্রতিবেশী যুবক রতন, আখতারুল ইসলাম ও আতিকসহ পাঁচজন দুটি মোটরসাইকেলযোগে ভবেশের বাড়িতে আসে এবং একসঙ্গে নাড়াবাড়ি হাটে যাওয়ার উদ্দেশ্যে ভবেশ চন্দ্র রায় বাড়ি থেকে বের হন। রতন এবং আতিক বয়সে ভবেশের চেয়ে অন্তত ১৫-১৮ বছরের ছোট হলেও তারা নিয়মিত একসঙ্গে আড্ডা দেন, হাটে যান এবং ভবেশের বাড়িতে নিয়মিত তাদের যাওয়া আসা ছিল। নিহতের শ্যালক ফুল বাবু, ছেলে স্বপন চন্দ্র এবং স্থানীয় ফুলবাড়ী হাটের অনেকের সঙ্গে কথা বলে বিষয়টি সম্পর্কে জানা যায়। এ ছাড়াও স্থানীয় বাসিন্দা ভাগ্যবান ও আফসার জানান- আতিক, রতন ও ভবেশ মাঝে মধ্যে একসঙ্গে মাদক সেবন করতেন। মাদকের কারণে ভবেশের অনেক সম্পত্তি খোয়া যায়।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নাড়াবাড়ি বাজারে দুধ হাটিতে রতন-আতিক-রুবেল মুন্না ও ভবেশ চন্দ্র একসঙ্গে অহিদুলের দোকানে চা পান করেন। শনিবার দুপুরে চা বিক্রেতার (অহিদুল ও তার ছেলে হেলাল) সঙ্গে আলাপকালে তিনি পুলিশকে জানান, ভবেশসহ আরো কয়েকজন বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের দোকানে চা পান করেন। চা পানকালে তারা স্বাভাবিক ছিল এবং তাদের মধ্যে কাউকে শারীরিকভাবে অসুস্থ মনে হয় নাই। চা খেয়ে পাশের দোকান থেকে তারা পান ও সিগারেট খায়। কিছুক্ষণ পরে হাটখোলার একটি ঘরের খুঁটিতে হেলান দেন ভবেশ। পরে হয়তো মাথা ঘুরে যায়। সেখানে বসে পড়েন।
পান দোকানদার মতিবর রহমান জানান, ভবেশ খয়ের, চুন, ও কাঁচা সুপারি দিয়ে তার কাছ থেকে পান নিয়েছিলেন। পান খাওয়ার একপর্যায়ে ভিকটিম পানের দোকানের সামনে হাটখোলার একটি ঘরের খুঁটিতে হেলান দিয়ে বসে পড়েন। এসময় তার সঙ্গে থাকা কয়েকজনসহ স্থানীয়রা ধরাধরি করে পাশেই লিটন ডাক্তারের (পল্লী-চিকিৎসক) চেম্বারে নিয়ে যায়। স্থানীয়রা জানান, চিকিৎসক প্রথমে তার প্রেসার মেপে দেখেন প্রেসার নীল হয়ে গেছে। পরে তার সঙ্গে থাকা অন্যান্যরা ভ্যানে তুলে মেডিক্যালে নিয়ে যায়।
ভ্যানচালক সাদ্দাম হোসেন জানান যে, এশার নামাজের সময় পল্লী-চিকিৎসক লিটনের দোকান হতে ভিকটিমকে তার ভ্যানগাড়িতে তুলে নাড়াবাড়ি বাজারের শেষ মাথায় ডা. আব্দুর রহমানের চেম্বারে নিয়ে গিয়ে ভবেশের প্রেসার মাপান রতন ও আতিকরা। ডা. আব্দুর রহমানের ছেলে সোহেল রানা তাদেরকে দ্রুত মেডিক্যালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
এরই মধ্যে রতন ভবেশের ছেলে স্বপনকে ফোনে তার বাবার অসুস্থতার কথা জানান। যা স্বপন নিজেও স্বীকার করেছেন। মোবাইল ফোনে স্বপন রতনকে বলেন, তার বাবাকে বাড়িতে রেখে আসার জন্য। নাড়াবাড়ি বাজার থেকে ফুলবাড়ী হাট প্রায় ৪ থেকে ৫ কিলোমিটারের দূরত্ব। ওই একই ভ্যান গাড়িতে ফুলবাড়ি হাটে এসে পল্লী চিকিৎসক ডা. কৃষ্ণ চন্দ্রের দোকানে আবারও ভবেশকে দেখান তার সঙ্গের লোকজন। ডা. কৃষ্ণ চন্দ্রও দ্রুত দিনাজপুর মেডিক্যালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রতন আবারও ভবেশের ছেলে স্বপনকে জানান তার বাবা গুরুতর অসুস্থ। সে যেন শহর থেকে একটি অ্যাম্বুল্যান্স পাঠিয়ে দেয়। রাত সাড়ে ৮টায় ভবেশের ছেলে স্বপন শহর থেকে একটি অ্যাম্বুল্যান্স নিয়ে ফুলবাড়ী হাটে আসেন। ততক্ষণে ভবেশের স্ত্রী ও শ্যালক সেখানে উপস্থিত হন। তারা অ্যাম্বুল্যান্সে করে রাত ৯টা ১৮ মিনিটে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তৃতীয় তলায় নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসিজি পরীক্ষা করে ভবেশকে মৃত ঘোষণা করলে ভবেশকে নিয়ে বাড়িতে আসেন স্বজনরা।
রাত পৌনে ১২টায় ভবেশের পরিবার থেকে বিরল থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। জানানো হয় যে, সুস্থ মানুষটাকে রতন ও আতিক নিয়ে যাওয়ার তিন ঘণ্টায় তিনি মারা যান কিভাবে। তাদের সন্দেহ হয়। রাত সাড়ে ১২টায় পুলিশ বাসুদেবপুরে ভবেশের বাড়িতে উপস্থিত হয়ে সুরতহাল করেন। নিহত ভবেশের গায়ে কোথাও কোনো মারধর কিংবা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তদুপরি যেহেতু সন্দেহের সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বিরল থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ভিকটিমের মরদেহ পোস্টমর্টেমের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। পরবর্তীতে হাসপাতালের কার্যক্রম শেষে ভিকটিমের পরিবার মরদেহ গ্রহণ করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন।
বিডি প্রতিদিন/নাজমুল