নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় মোসা. সীমা আক্তার (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি সীমা আক্তার নারায়ণগঞ্জ সদর মডেল থানার চাষারা গলাচিপা এলাকার মৃত রহমানের মেয়ে।
পুলিশি সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে রাতের ১ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, রাতে থানা পুলিশ ১ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারিকে আটক করে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/হিমেল