চট্টগ্রামের সাতকানিয়া থানার মাদক মামলায় ট্রাক চালক ও হেলপারের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
রবিবার (২০ এপ্রিল) চট্টগ্রামের দেউলিয়া বিষয়ক আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এই রায় দেন।
দণ্ডিতরা হলেন, ট্রাক চালক মো. আবুল হোসেন ও হেলপার মো. মাইন উদ্দিন প্রকাশ মানিক।
আদালতে বেঞ্চ সহকারী রিটন বড়ুয়া বলেন, মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. আবুল হোসেন ও মো. মাইন উদ্দিনকে যাবজ্জীবন, ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. জয়নাল উদ্দিন নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, সাতকানিয়া থানার আফজালনগর এলাকায় ২০২১ সালে ১৬ এপ্রিল র্যাব-৭ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। ট্রাকের কেবিনে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩৮ হাজার ৫ শত ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সাতকানিয়া থানায় একটি মাদক মামলা করা হয়। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করলে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন