সিরাজগঞ্জের তাড়াশে মামা-মামি ও মামাতো বোন হত্যা মামলার একমাত্র আসামি ভাগনে রাজিব কুমারকে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক মাহবুবুর রহমান গতকাল এ রায় দেন। আদালতের অতিরিক্ত পিপি হামিদুল ইসলাম দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত রাজিব কুমার উল্লাপাড়া উপজেলার তেলিপাড়ার বিশ্বনাথ ভৌমিকের ছেলে ও হত্যার শিকার বিকাশ সরকারের আপন ভাগনে।