সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেন আজাদকে হাতুড়িপেটার প্রতিবাদ এবং অভিযুক্ত জামায়াত-শিবির নেতা-কর্মীর গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। উপজেলা সদরে উল্লাপাড়া বিএনপি এবং সিরাজগঞ্জ কোর্ট চত্বরে জেলা বিএনপি গতকাল পৃথক এ কর্মসূচি পালন করে। কোর্ট চত্বরে সমাবেশ বক্তারা বলেন, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র হচ্ছে। এর মূলে রয়েছে জামায়াতে ইসলামী। আমরা ১৭ বছর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিগত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি।