ভারতের জম্মু-কাশ্মীরে হড়পা বানে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন একজন। রবিবার ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের রামবান জেলার চিনাব নদীর ধারে ধরমকুন্ড গ্রামে রাতভর বৃষ্টির ফলে ভূমিধসে এই হতাহতের ঘটনা ঘটে।
রামবান জেলার সিনিয়র পুলিশ সুপার কুলবীর সিং তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নিহতরা হলেন মো. আকিব (১৪), মো. সাকিব (৯) এবং মোহন সিং (৭৫)। তাদের মধ্যে দুই কিশোর দেয়াল চাপা পড়ে মারা গেছে। নিহতরা সকলেই বাগনা পঞ্চায়েত এলাকার বাসিন্দা।
ভূমিধস, শিলা বৃষ্টি, তীব্র ঝড়ের কারণে যেমন সম্পত্তি নষ্ট হয়েছে তেমনি বহু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতীয় সড়কের একাধিক জায়গা স্তব্ধ হয়ে পড়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ঘরছাড়া বেশ কিছু পরিবার।
স্থানীয় কর্তৃপক্ষ জানাচ্ছে, অবিরাম বর্ষণের ফলে স্থানীয় খাল নালাগুলিতে পানির মাত্রা বেড়ে গেছে, কিছু কিছু জায়গায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। জানা গেছে প্রায় ১০টি বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত এবং ২৫ থেকে ৩০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি হোটেল, একাধিক দোকান। ধসের কারণে বাড়িঘর, মোটরবাইক, বড় বড় ট্রাক, অনেক জরুরি আসবাবপত্র ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছে। উপড়ে পড়েছে গাছ, ব্যাহত যান চলাচল ব্যবস্থা, এমনকি, একাধিক জায়গা থেকে বিদ্যুৎ বিপর্যয়ের খবরও পাওয়া গেছে।
এই প্রাকৃতিক বিপর্যয়ের পরেই ধরমকুন্ড পুলিশ এবং স্থানীয় জেলা প্রশাসন দ্রুত উদ্ধারকাজে নামে। দুর্গত ও আটকে পড়া প্রায় শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
রামবানে প্রাকৃতিক বিপর্যয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। মুখ্যমন্ত্রী বলেন, নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও উদ্ধারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। খুব প্রয়োজন না হলে মানুষ যেন ঘরের বাইরে না বের হন এবং সমস্ত সতর্কতা মেনে চলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল