ঢাকার ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন নতুন ভবনের চতুর্থ তলার টয়লেট থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় ভবনের চতুর্থ তলার পশ্চিম পাশের টয়লেটে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহের গায়ে একাধিক স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যা করে নির্মাণাধীন ভবনের টয়লেটে ফেলে রাখা হয়েছে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল