গ্রীষ্মের মাত্র শুরু। এর উত্তাপ ছড়ানোর এখনো ঢের বাকি। অথচ এরই মধ্যে দেশব্যাপী শুরু হয়েছে লোডশেডিং। রাজধানী ঢাকা ও তার বাইরের জেলাগুলোতে এরই মধ্যে দিনে-রাতে লোডশেডিং শুরু হয়েছে। আবার ঝড়বৃষ্টির কারণে দেশের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। এর মধ্যে ঢাকার বাইরের কয়েকটি জেলায় কয়েকদিন ধরে কয়েকবার বিদ্যুৎ যাওয়া-আসা করছে। এতে গ্রাহকের ভোগান্তি হচ্ছে। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে বিঘ্ন হচ্ছে। বিদ্যুতের অভাবে চলতি বোরো মৌসুমে সেচ পাম্পগুলো ঠিকমতো চালানো যাচ্ছে না। ফলে আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। সরকারের বিদ্যুৎ বিভাগ থেকে যদিও দাবি করা হচ্ছে দেশে কোনো লোডশেডিং নেই। কিন্তু বাস্তবতা ভিন্ন। বিশেষজ্ঞরা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গরম পুরোপুরি পড়লেই বোঝা যাবে এবার দেশে বিদ্যুতের চাহিদা কেমন হবে। তারা আশঙ্কা করছেন এবার ১ থেকে ২ হাজার মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিং হওয়ার আশঙ্কা আছে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। এবার সর্বোচ্চ ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ধরেছে বিদ্যুৎ বিভাগ। প্রতিবারের মতো এবারও গ্রীষ্মে সরকার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আবহাওয়ার ওপর নির্ভর করে আছে। বিদ্যুৎ ও জ্বালানির মাত্রাতিরিক্ত আমদানিনির্ভরতার কারণে সরকার বিদ্যুতের বাড়তি চাহিদা মেটাতে পারবে কি না তা নিয়ে বিশেষজ্ঞরা শঙ্কায় আছেন। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে, চলতি মাসেই গত ৯ এপ্রিল বিদ্যুতের চাহিদা প্রায় ১৬ হাজার (১৫ হাজার ৮৮০ মেগাওয়াট) পৌঁছে গেছে। গ্রীষ্মকাল শুরু হতেই বিদ্যুতের এ চাহিদা বলে দিচ্ছে সামনে তাপমাত্রার পারদ যখন আরও ঊর্ধ্বগামী হবে তখন বিদ্যুতের চাহিদাও বাড়বে। আর সে ক্ষেত্রে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে লোডশেডিংয়ের মাত্রা বাড়বে। এরই মধ্যে গত ৯ এপ্রিল চাহিদামতো বিদ্যুৎ সরবরাহ করতে না পারায় ৪৩২ মেগাওয়াটের লোডশেডিং হয়।
জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে গতকাল বলেন, রমজানে বিদ্যুৎ পরিস্থিতি সরকার ভালো সামাল দিতে পারলেও এবার গ্রীষ্মে এক থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুতের লোডশেডিংয়ের শঙ্কা করছি। গরম এখনো সেভাবে শুরু হয়নি। ঝড়বৃষ্টির কারণে বিদ্যুতের চাহিদাও কম। গরম যখন পুরোপুরি পড়বে তখন বিদ্যুতের প্রকৃত চাহিদা বোঝা যাবে। তবে বিদ্যুতের চাহিদা মেটাতে সরকার তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো চালালে তখন খরচ বাড়বে। এজন্য সরকারকে ভর্তুকি দিতে হবে। তখন চাপ কমাতে সরকারকে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তে যেতে হতে পারে। খোঁজ নিয়ে জানা যায়, রংপুরে এরই মধ্যে দিনে বেশ কয়েকবার বিদ্যুৎ যাওয়া-আসা করছে। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের বিদ্যুতের যাওয়া-আসার খেলায় লেখাপড়ার বিঘ্ন ঘটছে। তবে বিদ্যুৎ বিভাগ বলছে লোডশেডিং নেই। কারিগরি ত্রুটির কারণে কোথাও কোথাও বিদ্যুতের সমস্যা হতে পারে। বিদ্যুৎ বিতরণ বিভাগের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বলেন, চাহিদার তুলনায় বরাদ্দ ঠিকমতো পাওয়া যাচ্ছে। তবে কোথাও কোথাও কারিগরি ত্রুটি অথবা সঞ্চালন লাইনের কারণে কিছুটা সমস্যা হতে পারে।
লক্ষ্মীপুরে গত কয়েকদিন থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলাবাসী। ৮-১০ দিন থেকে তীব্র তাপদাহে লোডশেডিং ও দুই দিন ধরে চলমান ঝড়বৃষ্টিতে বিদ্যুৎবিভ্রাটে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে করে গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানান। লক্ষ্মীপুর সদরের কয়েকজন গ্রাহক জানান, প্রতিদিন তিন থেকে চারবার বিদ্যুৎ যাওয়া-আসা করে। একবার বিদ্যুৎ গেলে কমপক্ষে ১ ঘণ্টা লোডশেডিং থাকে। আবার ঝোড়ো বাতাসে এক থেকে দুই দিন ধরে বিদ্যুৎহীন থাকতে হয় গ্রামাঞ্চলের মানুষদের। শহরেও এর প্রভাব পড়ে। এতে করে অন্ধকারে থাকাসহ নানা সমস্যায় ভোগেন গ্রাহকরা। লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মাহবুব আলম জানান, সাড়ে ৫ লাখ গ্রাহকের মধ্যে ৩০ শতাংশ গ্রাহক লোডশেডিংয়ের মধ্যে থাকতে হয়। ঝড়বৃষ্টিতে বিদ্যুৎবিচ্ছিন্ন হলে সরবরাহ বন্ধ থাকে।
রাজশাহী অঞ্চলে দিনে-রাতে চলছে লোডশেডিং। মহানগরী ছাড়াও আশপাশের জেলা, উপজেলা ও গ্রামীণ জনপদের মানুষ দিন-রাতের অর্ধেক সময়ই বিদ্যুৎ পাচ্ছে না। বিদ্যুতের অভাবে চলতি বোরো মৌসুমে সেচ পাম্পগুলো ঠিকমতো চালানো যাচ্ছে না। এতে আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তারা। ব্যাপক লোডশেডিংয়ের খবর পাওয়া গেছে পাশের নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে। এসব জেলায় নেসকোর অধিভুক্ত গ্রাহকও সমানভাবে ভোগান্তিতে পড়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, নেসকোর এলাকা বাদে পল্লী বিদ্যুতের গ্রাহকরাও চরম ভোগান্তির শিকার। রাজশাহীর গ্রামাঞ্চলজুড়ে ছড়িয়ে আছে পল্লী বিদ্যুতের কয়েক হাজার গ্রাহক। খোঁজ নিয়ে জানা গেছে, নেসকোর রাজশাহী ও রংপুর অঞ্চল মিলে বিদ্যুতের চাহিদার চেয়ে ৩০-৩৫ শতাংশ কম আসছে জাতীয় গ্রিড থেকে। পুরো অঞ্চলে ২৪ ঘণ্টার মধ্যে ৬ ঘণ্টা করে লোডশেডিং করতে হচ্ছে নেসকোকে। এ অঞ্চলের পল্লী বিদ্যুৎ সমিতিগুলো মোট চাহিদার অর্ধেক বিদ্যুৎ পাচ্ছে। ফলে গ্রাহক ৬-৮ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন না। এতে ব্যবসা-বাণিজ্যসহ আর্থিক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় গত এক সপ্তাহে ১০-২০ বার পর্যন্ত বিদ্যুতের আসা-যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতিবার বিদ্যুৎ চলে গেলে ৫-৩০ মিনিট পর্যন্ত বিদ্যুতের দেখা মিলছে না। নগরীর চকবাজার, বাকলিয়া, কাজীর দেউড়ি, হালিশহর, বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকা থেকে এমন অভিযোগ পাওয়া গেছে। ক্রমাগত লোডশেডিংয়ে গ্রাহকরা ভোগান্তিতে পড়লেও বিদ্যুৎ বিভাগের হিসেবে কোনো লোডশেডিং নেই। পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী প ও স সার্কেল (উত্তর) প্রকৌশলী শহীদুল ইসলাম মৃধা বলেন, ‘উৎপাদনের ঘাটতির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে সেটাকে লোডশেডিং ধরা হয়। এ ধরনের কোনো লোডশেডিং চট্টগ্রামে এই মুহূর্তে নেই। তবে বিদ্যুতের আসা-যাওয়া থাকতে পারে। সেটা অনেক কারণেই হয়। এখানকার লাইনগুলো ওভারহেড (মাটির ওপরে) লাইন। ফলে লাইনে প্রায়ই নানা জটিলতা আসে। তখন লাইন মেরামত করতে হয়। মেরামতের সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হয়। এ কারণে এমনটা হতে পারে।’
লোডশেডিংয়ের কবলে পড়তে জচ্ছে বগুড়াবাসীকেও। শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা রেজাউল করিম রেজা জানান, দিনে অন্তত তিনবার বিদ্যুৎ আসা-যাওয়া করে। মসজিদে নামাজ পড়তে গেলেও বিদ্যুৎ থাকে না। এ ছাড়া বগুড়া শহরে দাপিয়ে বেড়াচ্ছে বিদ্যুৎখেকো অটোরিকশা। সাশ্রয়ের বিদ্যুৎ গিলে খাচ্ছে এসব ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক। এসব অবৈধ যানবাহন ব্যাটারির মাধ্যমে পরিচালিত হয়। এসব অটোরিকশার ব্যাটারি কয়েক ঘণ্টা পরপর চার্জ দিতে হয়। ফলে বিদ্যুৎ অপচয়সহ লোডশেডিংয়ে পড়তে হচ্ছে সাধারণ মানুষদের।
(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম, বগুড়া, খুলনা, রংপুর ও রাজশাহী এবং জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর)