আসামের জগিঘোপা বহুমাত্রিক লজিস্টিকাল পার্ক থেকে উত্তর পূর্ব ভারতের সব রাজ্যের সঙ্গে ভুটানের কানেকটিভিটি উদ্বোধন করলেন সে দেশের রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক। ভুটানের রাজা শনিবার আসাম সফর করার পর রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা করেছে।
এই জগিঘোপা অভ্যন্তরীণ জলপথ টার্মিনাল গত ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হয়েছিল।
সেই দিন এখন থেকে ১১০ মেট্রিক টন কয়লা নিয়ে পণ্যবাহী জাহাজ ত্রীষ্মুল বাংলাদেশ যায়। ভুটানের গেলিফু থেকে এর দূরত্ব মাত্র ৯১ কিলো। বাংলাদেশের দূরত্ব ১০৮ কিলো। উদ্বোধনের সময় স্থির হয় এই জলপথে বাংলাদেশ থেকে পণ্য ভুটানে রপ্তানি হবে।
এখানকার মালটিমোদল বা বহুমুখী শুল্ক কেন্দ্র ভারতের প্রথম। এখন থেকে উত্তরপূর্ব সব রাজ্যের সঙ্গে বঙ্গোপসাগর মারফত দক্ষিণ পূর্ব এশিয়ায় রপ্তানি করা যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভারতের প্রতিবেশী প্রথম নীতি অনুসারে ভুটানের সঙ্গে ভারতের বাণিজ্য বৃদ্ধির পিঠ সুগম হয়ে গেল। বলা হয়েছে, এতে ভারত ও ভুটানের জনগণের কল্যাণে বহুমুখী রপ্তানি বাণিজ্য দ্রুত শুরু হচ্ছে।