বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, আওয়ামী লীগ আমলে দেশের মালিকানা ছিনতাই হয়ে গিয়েছিল। সেই মালিকানা দেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যই আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় একটি রেস্তোরাঁয় নাটোর জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সালাম বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। জনগণের অধিকারের জন্য রাজনীতি করে। গণতন্ত্র রক্ষার জন্য রাজনীতি করে। বিএনপির জন্ম হয়েছে গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা করার জন্য। দেশে যত সংস্কার হয়েছে, সব বিএনপি করেছে। বিএনপি ক্ষমতায় থেকে এবং বাইরে থেকেও সংস্কার করেছে। তারা জানে ভোট দিলে বিএনপি ক্ষমতায় আসবে। সেজন্য ভোট পেছানোর ষড়যন্ত্র চলছে। বিএনপি জনগণের সমর্থন নিয়ে ভোটের মাধ্যমে সরকারে আসবে। আজ কেউ যদি নির্বাচন পেছাতে চান, তাহলে আমরা ভাবব সেই ফ্যাসিবাদকে আবার আনতে ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র ফিরে আসার পথ সহজ করকে হবে। সেজন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। নাটোর জেলা বিএনপি সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় এবং জেলা বিএনপি আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ, জিল্লুর রহমান বাবুল চৌধুরী, সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, দাউদার মাহমুদসহ বিএনপির অঙ্গ-সহযোগী নেতারা।