আইপিএলে টানা ছয় ম্যাচে রানখরার পর অবসরের ইঙ্গিত পেয়েছিলেন রোহিত শর্মা। সাবেক তারকা বীরেন্দর শেবাগ সরাসরিই বলেছিলেন, 'অবসরের সময় এসেছে রোহিতের।' তবে 'হিটম্যান' যেন ঠিক এই কথাগুলোই নিজের অনুপ্রেরণায় রূপান্তর করলেন।
অবশেষে ব্যাটে জ্বলে উঠলেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি জয়ী এই অধিনায়ক। ওয়াংখেড়ে স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলেই ফিরলেন দুর্দান্ত ফর্মে। ৪৫ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৭৬ রানের ঝকঝকে ইনিংস খেলে দিলেন সমালোচকদের জবাব।
রোহিতের এই ঝলমলে ইনিংসের ওপর ভর করে চেন্নাইকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে দেয় মুম্বাই ইন্ডিয়ানস। জয়টা আসে ২৬ বল হাতে রেখেই। এটি ছিল তাদের অষ্টম ম্যাচে চতুর্থ জয়। এখন ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ছয়ে অবস্থান করছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে সমান ম্যাচে ষষ্ঠ হারে দশ দলের তালিকায় সবার নিচে অবস্থান করছে চেন্নাই।
চেন্নাইয়ের হয়ে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৭৬ রান তোলে দলটি। রবীন্দ্র জাদেজা ৩৫ বলে অপরাজিত ৫৩ ও শিবম দুবে ৩২ বলে করেন ৫০ রান।
রান তাড়ায় রোহিতের সঙ্গে উদ্বোধনী জুটিতে রায়ান রিকেলটন ৬.৪ ওভারে যোগ করেন ৬৩ রান। ১৯ বলে ২৪ রান করে রিকেলটন আউট হলে ব্যাটিংয়ে নামেন সূর্যকুমার যাদব।
আর তিনিও ফিরেছেন নিজের আইপিএল ২০২৫ মৌসুমের সেরা ইনিংস উপহার দিয়ে। ‘স্কাই’ খ্যাত এই ব্যাটার ৩০ বলে ৬ চার ও ৫ ছক্কায় খেলেছেন বিধ্বংসী ৬৮ রানের ইনিংস।
রোহিত-সূর্যকুমারের জোড়া ইনিংসে ভর করেই মুম্বাই পেয়ে যায় সহজ জয়। আর রোহিত প্রমাণ করে দিলেন—সমালোচনা নয়, ব্যাটই তার আসল উত্তর।
বিডি প্রতিদিন/মুসা