নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলা মন্তব্য করেছিলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। জানিয়েছিলেন, তার ‘মনের দরজা চিরতরে বন্ধ’। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সেই মনোভাব, এমনটাই দাবি করছেন অনুরাগীরা। কারণ, সাম্প্রতিক সময়ে বলিউডের খ্যাতনামা পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে বলিপাড়ায় জোর গুঞ্জন।
সম্প্রতি তিরুপতি বালাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সামান্থা। সঙ্গে ছিলেন রাজ নিদিমোরুও। এই সফরের পরেই গুঞ্জন আরও জোরালো হয়েছে যে, তাদের মধ্যে শুধু পেশাদার নয়, ব্যক্তিগত সম্পর্কও রয়েছে। নেটিজেনদের অনেকেই বলছেন—এটি বিয়ের আগের আশীর্বাদ নেওয়ার আয়োজন!
সামান্থা-রাজ ঘনিষ্ঠতার সূত্রপাত কিন্তু এখনকার নয়। ২০২১ সালে রাজ ও ডিকে পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-তে অভিনয় করেছিলেন সামান্থা। এরপর ২০২৩ সালে ওটিটিতে মুক্তি পাওয়া ‘সিটাডেল: হানি বানি’ সিরিজেও এই পরিচালনা জুটির সঙ্গে কাজ করেন তিনি। শুধু তাই নয়, সামান্থার প্রথম প্রযোজিত ছবি ‘শুভম’ মুক্তি পাচ্ছে আগামী ৯ মে। এই ছবির প্রচারে রাজের উপস্থিতিও কম নয়।
এমনকি সাম্প্রতিক পিকাবল চ্যাম্পিয়ানশিপ অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়েছিলেন রাজ ও সামান্থা। এরপর মন্দির দর্শনে গিয়ে এই সম্পর্ক যেন আরও প্রকাশ্য হয়ে পড়েছে।
নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই ছিলেন সামান্থা। এর মধ্যে তার স্বাস্থ্যের অবনতিও হয়েছে, কেরিয়ারে উঠেছে-নেমেছে বহু ঢেউ। কিন্তু রাজের সঙ্গে সাম্প্রতিক উপস্থিতি ও একাধিক প্রজেক্টে একসঙ্গে কাজ—সব মিলিয়ে বলিপাড়ায় শুরু হয়েছে নতুন সম্পর্কের গুঞ্জন।
তবে সামান্থা বা রাজ—এখনও কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু বলেননি।
বিডি প্রতিদিন/মুসা