খ্রিস্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার উপলক্ষে ইউক্রেনের সঙ্গে একতরফা সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রবিবার মধ্যরাত পর্যন্ত এ যুদ্ধবিরতি স্থায়ী হবে।
রাশিয়ার পক্ষ থেকে সংক্ষিপ্ত এই যুদ্ধবিরতির প্রস্তাব এমন এক সময় এল যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কো এবং কিয়েভ উভয়কেই যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। তবে তিনি চুক্তির জন্য ক্রেমলিনের কাছ থেকে বড় ধরনের ছাড় পেতে ব্যর্থ হয়েছেন।
পুতিন রাশিয়ার চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে দেখা করার সময় টেলিভিশনে সম্প্রচারিত মন্তব্যে বলেন, “শনিবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত রাশিয়ান পক্ষ ইস্টার যুদ্ধবিরতি ঘোষণা করছে।”
খ্রিস্টানদের জন্য ইস্টার সানডে একটি প্রধান ছুটির দিন।
‘মানবিক কারণে’ এই যুদ্ধবিরতি উল্লেখ করে পুতিন বলেন, “আমি এই সময়ের জন্য সব সামরিক পদক্ষেপ বন্ধ করার নির্দেশ দিচ্ছি।”
তিনি বলেন, “আমরা এই ভিত্তিতে এগিয়ে যাচ্ছি যে ইউক্রেনীয় পক্ষ আমাদের উদাহরণ অনুসরণ করবে। একই সময় আমাদের সেনাদের যুদ্ধবিরতি লঙ্ঘন এবং শত্রুর উস্কানিসহ যেকোনও আক্রমণাত্মক পদক্ষেপ প্রতিহত করার জন্য প্রস্তুত থাকতে হবে।”
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জোর দিয়ে বলেছেন, সংক্ষিপ্ত যুদ্ধবিরতি ঘোষণা করলেও রাশিয়ার ‘আক্রমণ অভিযান’ এবং কামান থেকে গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।
পুতিনের যুদ্ধবিরতির ঘোষণাকে জেলেনস্কি প্রাথমিকভাবে ‘মানুষের জীবন নিয়ে খেলার জন্য পুতিনের আরেকটি প্রচেষ্টা’ বলে অভিহিত করেন।
তিনি বলেন, “...বিমান হামলার সতর্কতা ইউক্রেনজুড়ে ছড়িয়ে পড়ছে এবং আমাদের আকাশে শাহেদ ড্রোনগুলো ইস্টার এবং মানব জীবনের প্রতি পুতিনের প্রকৃত মনোভাব প্রকাশ করছে।”
পরে জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে বলেন, যদি রাশিয়া এখন হঠাৎ করে পূর্ণ এবং নিঃশর্ত নীরবতার ফর্ম্যাটে জড়িত হতে প্রস্তুত হয়" তবে তার দেশ যুদ্ধবিরতি মেনে চলবে। সেই সঙ্গে তিনি এই যুদ্ধবিরতি বাড়ানোর পরামর্শও দেন। সূত্র: আল-জাজিরা, বিবিসি
বিডি প্রতিদিন/একেএ