টানা চতুর্থদিনের মতো কনটেইনার পরিবহনকারী ট্রেইলার চলাচল বন্ধ রেখেছেন মালিক-শ্রমিকরা। এর ফলে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার ডেলিভারি ব্যাহত হচ্ছে।
বন্দরের গেট ফি বাড়ানোর প্রতিবাদে গত ১৫ অক্টোবর থেকে ট্রেইলার চলাচল বন্ধ রাখা হয়েছে।
শনিবারও এসব গাড়ি চলছে না বলে জানিয়েছেন প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ মম্পাদক মোহাম্মদ হোসেন।
তিনি আরও জানান, সারা দেশে ট্রেইলার চলাচল বন্ধ রয়েছে। বেসরকারি ডিপোর ট্রেইলারগুলো চলছিল। আজ থেকে সেগুলোর চলাচলও বন্ধ করে দিয়েছেন চালকরা।
বিডি প্রতিদিন/আরাফাত