বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে হারানোর সাত বছর হলো আজ (১৮ অক্টোবর)। ২০১৮ সালের আজকের এই দিনে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু তাঁর গান আর রুপালি গিটারের সুর এখনো লাখো ভক্তের হৃদয়ে।
চার দশকের বেশি সময় ধরে সংগীত ভুবন মাতিয়েছিলেন তিনি। এলআরবি ব্যান্ড গড়ে তুলেছিলেন নিজ হাতে, যা বাংলাদেশের ব্যান্ড সংগীতকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়।
“চলো বদলে যাই”, “শেষ চিঠি”, “ঘুম ভাঙিয়ে দাও”, “বাংলাদেশ”, “সেই তুমি”—এমন অসংখ্য গান আজও সংগীতপ্রেমীদের মুখে মুখে।
চট্টগ্রামে জন্ম নেওয়া এই সংগীতশিল্পী শুধু গায়কই ছিলেন না, ছিলেন গীতিকার, সুরকার ও অসাধারণ গিটারবাদক। তাঁর হাতে গিটার যেন জীবন্ত হয়ে উঠত। সেই গিটারই পেয়েছিল ভালোবাসার নাম—‘রুপালি গিটার’।
প্রতিবছর এই দিনে ভক্তরা স্মরণ করেন তাঁকে ভালোবাসা ও শ্রদ্ধায়। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে ভেসে বেড়ায় তাঁর গানের লাইন, পুরোনো কনসার্টের ছবি আর আবেগঘন স্মৃতিচারণ।
বিডি-প্রতিদিন/তানিয়া