'আসুন মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই একসঙ্গে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সামাজিক ব্যাধি মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বসুন্ধরা শুভসংঘের নব গঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘ শায়েস্তাগঞ্জ শাখার উপদেষ্টা জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান সুজনের পরিচালনায় এ সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা বলেন, মাদক শুধু শারীরিক নয়, মানসিক ও সামাজিকভাবেও একজন মানুষকে ধ্বংস করে দেয়। এটি মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয়, চিন্তাশক্তি নষ্ট করে এবং আসক্তির জন্ম দেয়, যা জীবনকে ধীরে ধীরে বিপর্যয়ের দিকে ঠেলে দেয়।
উপদেষ্টা অধ্যক্ষ মো. নাছির উদ্দীন বলেন, ‘তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে। অভিভাবকদের সন্তানের প্রতি নজর দিতে হবে, শিক্ষার্থীদের সচেতন হতে হবে এবং সবাইকে মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে জানতে হবে। আসুন, মাদকের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়াই।
সভার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মাদকবিরোধী সচেতনতা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নয়, বরং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তর থেকে আমাদের এগিয়ে আসতে হবে। অভিভাবকদের উচিত, সন্তানদের প্রতি আরও মনোযোগী হওয়া, তাদের সময় দেওয়া এবং খেয়াল রাখা, তারা কাদের সঙ্গে মিশছে। পাশাপাশি শিক্ষার্থীদেরও নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন এবং মাদককে ঘৃণা করতে হবে।’
সমাবেশে বসুন্ধরা শুভসংঘের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ও সাংগঠনিক আলোচনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আব্দুস সহিদ, মোহাম্মদ আবিদুর রহমান, মো. সাইফুল ইসলাম, মো. জুনায়েদ আহাম্মেদ, কমিটির সহ-সভাপতি ইয়াকুব আলী, মোশাহীদ মজুমদার, অর্থ সম্পাদক মো. ইনজামামুল হক নাঈম, দপ্তর সম্পাদক সায়েদুল হক অয়ন, নারীবিষয়ক সম্পাদক হিসেবে শাহেলা আক্তার, ইভেন্ট সম্পাদক তাহমিনা আক্তার রুবি, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান মুবিন, স্বাস্থ্য ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক সুজন মিয়া, ক্রীড়া সম্পাদক মো. আমিনুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসাইন শাকিল, নারী ও শিশু বিষয়ক সম্পাদক হোসেন আরা স্বর্ণা, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক মো. লিমন তারেক, আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাজনীন শিউলী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইব্রাহিম হোসেন শুভ, সমাজকল্যাণ সম্পাদক মো. নাঈম মিয়া, কার্যকরী সদস্য সাইদুল ইসলাম শুভ, আল আদিব আব্দুল্লাহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/তানিয়া