ফকির লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে পৌর শহরের হাতেম আলী সড়কে অবস্থিত পাঠক সংগঠন স্বজন সমাবেশের হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে একুশে পদকপ্রাপ্ত গুণী শিল্পী ফরিদা পারভিনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শুভসংঘের সিনিয়র সদস্য ওবায়দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শংকর ঘোষ পিলু, সাধারণ সম্পাদক মো. হারুন মিয়া, দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি রইছ উদ্দিন রইছ, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনিন, শুভসংঘের উপদেষ্টা ফারুক আহাম্মদ এবং গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও কবি সেলিম আল রাজ।
আলোচকরা ফকির লালনের জীবনদর্শন, মানবতাবাদী চিন্তা ও সমাজ সংস্কারমূলক অবদানের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, লালনের গান শুধু সঙ্গীত নয়, মানবতার এক গভীর দর্শন।
সভাপতি শংকর ঘোষ পিলু বলেন, “লালন সংগীত আমাদের মানবতা, ভালোবাসা ও সহনশীলতার শিক্ষা দেয়। গুণী এই সাধক সঙ্গীত জগতে এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা যেন তাঁর গান ও দর্শন থেকে প্রেরণা নিতে পারি।”
সাধারণ সম্পাদক হারুন মিয়া বলেন, “ফকির লালন শুধু একজন বাউলই নন, তিনি ছিলেন সংস্কারক, দার্শনিক ও মানবতাবাদী। তাঁর ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ দর্শন আজও প্রাসঙ্গিক।”
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোমুগ্ধকর লালন সংগীতানুষ্ঠান। এতে গান পরিবেশন করেন চাঁদের হাট, গৌরীপুর অগ্রদূত শাখার শিল্পী গোপা দাস, অনামিকা সরকার, চায়না রানী সরকার, সূচি সরকার ও তিথি সরকার। তবলায় ছিলেন স্বপ্নন সরকার এবং দোতারায় সহযোগিতা করেন আমিরুল মোমেনিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শুভসংঘের সদস্য রাকিবুল ইসলাম রাকিব, মেহেদি হাসান রনি, আসিফ তালুকদার, জাহাঙ্গীর ইসলাম সাব্বির, জয় আচার্য্য, শেখ মোহাম্মদ সৌরভ, আব্দুস সালাম, তাসাদ্দুল করিম, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের সুমন আহমেদ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব এবং রমজানুর আহমেদ নাজিম প্রমুখ।
বিডি-প্রতিদিন/তানিয়া