সফল উদ্যোক্তার পাশাপাশি বিশ্বের সেরা ইউটিউবার এবং গণমাধ্যম ব্যক্তিত্ব জিমি ডোনাল্ডসন ওরফে ‘মিস্টার বিস্ট’। সেই ইউটিউবারের সঙ্গে এবার একফ্রেমে দেখা গেল বলিউডের তিন খান খ্যাত অভিনেতা শাহরুক খান, সালমান খান ও আমির খানকে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সৌদি আরবের রিয়াদে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস্টার বিস্টও। সেই অনুষ্ঠানে তিন বলিউড এর ছবি সঙ্গে তুলেন মিস্টার বিস্ট।
এরপর তোলা ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। এরপর ছবিটি ভাইরাল হয়ে পড়ে। ছবিতে দেখা যায়, মিস্টার বিস্টের একপাশে শাহরুখ এবং অন্যপাশে সালমান ও আমির খান দাঁড়িয়ে আছেন।
সালমন ছাড়া বাকি তিনজনকেই কালো পোশাকে দেখা গেছে। মিস্টার বিস্ট তাঁর ইনস্টাগ্রাম পোস্টে ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘হে ভারত, আমাদের সকলের একসঙ্গে কিছু করা উচিত।
এমন পোস্টেও নেটিজেনরা ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে জানান, শুধু ছবিতেই নয়, সিনেমাতেও একসঙ্গে তিন খানের উপস্থিতি দেখতে চান তারা।
শাহরুখ, সালমান এবং আমির এই তিন খান প্রায় একই সময়ে তাঁদের ক্যারিয়ার শুরু করেন। শাহরুখ ও সালমান খান সম্প্রীতি আমির খানের ছেলে জুনাইদের সিনেমা ‘নাদানিয়ান এর বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন।
কিছুদিন আগে আরিয়ান খান পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ তিন খান ক্যামিও চরিত্রে অভিনয় করলেও, তাঁদের এক দৃশ্যে দেখা যায়নি।
আমির খানকে শেষবার ‘সিতারে জমিন পার’-এ, সালমান খানকে তার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সিকান্দার’ এবং শাহরুখ খানকে সবশেষ ‘ডাঙ্কি’ ছবিতে দেখা গিয়েছিল। শাহরুখকে পরবর্তীতে ‘কিং’ ছবিতে দেখা যাবে।
বিডি প্রতিদিন/কামাল