জনপ্রিয় বলিউড কৌতুক অভিনেতা কপিল শর্মা আবারও আতঙ্কের মুখে। কানাডার সারে শহরে তাঁর মালিকানাধীন রেস্তোরাঁ ‘ক্যাপস ক্যাফে’তে স্থানীয় সময় বুধবার গভীর রাতে টানা তিন দফা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত, এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, ক্যাফের বাইরে অন্তত তিন রাউন্ড গুলি ছোড়া হয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
ঘটনার পরপরই একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়—গুলির শব্দের পর ক্যাফের সামনে ব্যাপক পুলিশি তৎপরতা চলছে।
এ ঘটনার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য—গোল্ডি ধিল্লোঁ ও কুলবীর সিধু ওরফে নেপালি। তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে গুলিবর্ষণের দায় নিজেদের বলে দাবি করেছে।
পুলিশ জানিয়েছে, গত কয়েক মাসে এটি কপিল শর্মার ক্যাফেতে তৃতীয় হামলা। ধারাবাহিক এই ঘটনার কারণে তাঁর কানাডার ব্যবসা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য, গতবছর থেকেই বলিউড অভিনেতা সালমান খানকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বিষ্ণোই গ্যাং। তবে এবার তাদের নিশানায় এসেছেন কপিল শর্মাও।
বিডি প্রতিদিন/আশিক