সম্প্রতি বিয়ের পর থেকে একাধিকবার মা হতে চলেছেন কি না, এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বিশেষ করে বিভিন্ন পার্টি বা জনসমাগমে ঢিলেঢালা পোশাকে দেখা গেলেই বাড়ছে গুঞ্জন। এবার সেইসব গুজবকে রসিকতার ছলে উড়িয়ে দিলেন এই 'দাবাং' অভিনেত্রী।
গত বুধবার রমেশ তৌরানির দিপাবলী পার্টিতে ঢিলেঢালা আনারকলি পোশাকে হাজির হন সোনাক্ষী। অনুষ্ঠানে স্বামী জাহির ইকবালের সঙ্গে দেখা যায় তাকে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে, সোনাক্ষী নিজের ওড়না দিয়ে বারবার পেট ঢাকার চেষ্টা করছেন এবং এক পর্যায়ে জাহিরকেও তার পেটে হাত রাখতে দেখা যায়। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় গর্ভাবস্থার জল্পনা।
তবে এবার নিজেই মুখ খুলে সব গুজবের জবাব দিলেন সোনাক্ষী। ইনস্টাগ্রামে একটি পোস্টে অভিনেত্রী লেখেন, “মনুষ্য ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! অতি বুদ্ধিমান মিডিয়ার কল্যাণে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে হয়তো বিশ্বরেকর্ড করে ফেললাম!”
তিনি আরও জানান, “শুধু পেটে হাত দিয়েই ছবি তুলেছিলাম। যাক গে, এই বিষয়ে আমার আর জাহিরের প্রতিক্রিয়া জানতে চাইলে পুরো পোস্টটাই দেখে নিন। আর হ্যাঁ, এভাবেই ঝলমলে দীপাবলী কাটান সবাই।”
পোস্টের একদম শেষে জাহিরের সঙ্গে হাস্যরসাত্মক কিছু মুহূর্ত ভাগ করে নিতে দেখা যায় সোনাক্ষীকে, যেখানে স্পষ্ট হয়, এই ‘গর্ভবতী’ গুঞ্জন শুধুই কল্পনা, বাস্তবে এমন কিছুই নেই।
দীপাবলীর সেই রাতের একটি ভিডিওতেও দেখা যায়, অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় জাহির সোনাক্ষীকে মজা করে বলেন, “দেখো, সামলে…” পরে সোনাক্ষী ক্যামেরার সামনে এসে পোজ দিতে শুরু করলে জাহির তার পেটে হাত রাখেন—যেটি পরে ভাইরাল হয় এবং গুঞ্জনের আগুনে ঘি ঢালে।
বিডি প্রতিদিন/মুসা