‘মাগুরার শিশু’ নয়, বাংলাদেশের ছোট্ট মেয়েটা মরে গেল! সবাইকে কাঁদিয়ে গেল, বাঁচানো গেল না- এমন কত আবেগপূর্ণ শিরোনামে খবরটা ছাপা হয়েছে। কিন্তু যা ছাপা হয়নি, তা হচ্ছে- হতভাগ্য মেয়েটা তার কচি দুই হাতে জাতির দুই গালে কষে থাপ্পড়ও দিয়ে গেছে। বলে গেছে, ‘তোমরা আমাকে সুরক্ষা দিতে পারনি’। আঠারো কোটি মানুষের হৃৎপিন্ডে সে আঘাত দাগ কেটে গেছে। প্রতিটি মানুষের মনে রাগ-ক্ষোভ-ঘৃণা-গ্লানির মিশ্র অনুভূতির অভিঘাত তৈরি করেছে। খুব অল্প সময় ছিল তার জীবনকাল। সেই স্বল্পায়ু জীবনে কী নির্মম পশুপ্রবৃত্তির শিকার হয়ে, কী অসহ্য যন্ত্রণা ভোগ করে এই সুন্দর পৃথিবীকে বিদায় জানাতে হলো মাত্র আট বছরের, বাবা-মার খুব আদরের মণিকে। অথচ কতই না সভ্যতার গর্ব আজকের পৃথিবীর! ভাবতে লজ্জা হয়। প্রধান উপদেষ্টা দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন। আইন উপদেষ্টা বলেছেন, সাত দিনের মধ্যে বিচার শুরু হবে। আমাদের প্রশ্ন- শুরু কেন? সাত দিনের মধ্যে বিচার শেষ করে শাস্তি বাস্তবায়ন করুন। দ্রুততম বিচারে এটা নিষ্পন্ন করুন। না হলে এর মধ্যে ঘটা আরও কোনো ঘটনায় আমরা আছিয়াকে ভুলে যাব, যেমন অসংখ্য ঘটনা দেশে বহুবার ঘটেছে। সে সুযোগ এ ক্ষেত্রে দিতে চাই না। ছাত্র-জনতার গণ আন্দোলনে অর্জিত নতুন বাংলাদেশে, বিশ্বজন শ্রদ্ধেয় ড. মুহাম্মদ ইউনূস যে সরকারের প্রধান- এ সময় ওই নিয়মনীতির সময়ক্ষেপণ, বিচারের দীর্ঘসূত্রতা গ্রহণযোগ্য নয়। না হলে এ সমাজ-সংসার-সভ্যতাকে নীরবে ধিক্কার জানাবে আছিয়ার আত্মা। অনেক কষ্ট পেয়ে মরেছে মেয়েটা। সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা গভীর মমতায়, সর্বোচ্চ সেবা দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। নিজের বোনের বাড়ি বেড়াতে গিয়ে, অভিভাবকতুল্য নরপশুর লালসার শিকার হয়ে যেভাবে প্রাণ গেল শিশুটির, এ থেকে শিক্ষা নিন সব বাবা-মা, স্বজন-সুহৃদ। প্রত্যেক ঘরের মেয়ের সুরক্ষায় কী করণীয়, তার সবক নিন। রাষ্ট্রযন্ত্রের প্রতি পরামর্শ- ধর্ষকদের দ্রুত প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এমন জানান দিন, যেন ভয়ে-আতঙ্কে অবদমিত থাকে পশুপ্রবৃত্তি। আর জাতিকে আশ্বস্ত করুন যে এ সমাজ নারী-শিশু সবার জন্য, ঘরেবাইরে, পথেপ্রাঙ্গণে, বাসে-ট্রেনে, অফিস-শিক্ষাঙ্গনে, দিনে-রাতে সব সময় সমান নিরাপদ। এটা নিশ্চিত না করতে পারলে জুলাইয়ের চেতনা মøান, সাঈদ-মুগ্ধদের আত্মত্যাগ অর্থহীন হয়ে যাবে। ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠা আছিয়ার মৃত্যুতে বিক্ষোভে ফুঁসছে সারা দেশ। দ্রুত ন্যায়বিচার এবং অপরাধীর উপযুক্ত শাস্তি সবার দাবি। সেটা পূরণ করুন।