তুরস্কের ঐতিহ্যবাহী ইস্তাম্বুল নগরীতে শুরু হয়েছে রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা। এই আলোচনায় অংশ নিয়েছে যুদ্ধমান দুই দেশের পাশাপাশি দুনিয়ার সবচেয়ে বড় সামরিক ও অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্র। টানা তিন বছর ধরে চলছে রুশ-ইউক্রেন যুদ্ধ। যুদ্ধ না বলে বলা উচিত ইউক্রেনে চলছে রাশিয়ার নির্দয় আগ্রাসন। অথচ প্রতিবেশী দুটি দেশ অভিন্ন জাতিসত্তার অধিকারী। ধর্মীয় দিক থেকেও রয়েছে অভিন্নতা। ২০০ বছরের বেশি সময় ধরে ইউক্রেন ছিল রুশ সাম্রাজ্যের অংশ। সোভিয়েত ইউনিয়নের অংশ হিসাবেও দুটি দেশের মানুষ বসবাস করেছে স্বজন হিসেবে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরও দুই দেশের সম্পর্ক ছিল অতি ঘনিষ্ঠ। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায় বাইরের ষড়যন্ত্রে। দেখা দেয় আস্থার সংকট। মৈত্রীর সম্পর্ক বৈরীতায় রূপ নেয়। যার পেছনে কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্রের বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন- এমন অভিযোগ রাশিয়ার। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প এ সংঘাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। বলেছিলেন, তিনি আবার ক্ষমতায় গেলে রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে যা দরকার সবই করবেন। যুক্তরাষ্ট্রের নেপথ্য ভূমিকায় শেষ পর্যন্ত তুরস্কের ইউরোপীয় নগরী ইস্তাম্বুলে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত শান্তি আলোচনা। এ বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপস্থিত থাকলেও হাজির হননি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট আসেননি বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বৈঠকে সরাসরি যোগ দেননি। রাশিয়ার প্রতিনিধিত্ব করছে পুতিনের সহকারী ভøাদিমির মেডিনস্কির নেতৃত্বাধীন একটি দল। মার্কিন দলের নেতৃত্ব দিচ্ছেন সে দেশের পররাষ্ট্র সচিব মার্কো রুবিও। ক্রেমলিনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির আহ্বান সত্ত্বেও শান্তি আলোচনায় থাকবেন না রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ইস্তাম্বুল শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তুরস্ক। যে দেশটির সঙ্গে মার্কিন ও রুশ দুই বলয়েরই সুসম্পর্ক রয়েছে। আমরা আশা করব, শান্তি আলোচনা ফলপ্রসূ হবে। বিশ্ববাসী রেহাই পাবে অশান্তির দাবানল থেকে।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
ইস্তাম্বুল শান্তি আলোচনা
বন্ধ হোক রুশ-ইউক্রেন যুদ্ধ
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর