অল্পের জন্য রক্ষা পেলেন বিমানের ৭১ জন যাত্রী। কক্সবাজার থেকে ওড়ার পর উড়োজাহাজের একটা চাকা খুলে পড়ে যায়। তবে শেষ পর্যন্ত ঢাকায় নিরাপদে জরুরি অবতরণ করে বিমানটি। আরোহীদের কারও ক্ষতি হয়নি। এ সফল অবতরণের জন্য পাইলটদের সাধুবাদ জানাই। এর আগে এমন আরেকটা ঘটনা ঘটনা ঘটেছিল ২০১৭ সালের ২৫ অক্টোবর। সেদিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ওড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ বিমানের ঢাকাগামী ফ্লাইটের একটা চাকা খুলে পড়ে যায়। এবারের ঘটনা ঘটে শুক্রবার দুপুরে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি অবহিত করে জানান, তিনি জরুরি অবতরণ করতে চান। দ্রুত সব প্রস্তুতি নেওয়া হয়। তৈরি রাখা হয় ফায়ার সার্ভিসের দল। বিমানটি নিরাপদে নেমে আসে। পরে কর্তৃপক্ষ জানায়, বিমানের যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে। তারা এ নিয়ে তদন্ত কমিটিও করতে পারে। যার রিপোর্ট কখনো আলোর মুখ দেখবে কি না, তার নিশ্চয়তা নেই। আসলে সমস্যাটা বিমানের পেশাদারত্ব ও জবাবদিহিতে। এটা স্পষ্টত কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতাজনিত মহাবিপর্যয়। এ ঘটনার মধ্য দিয়ে রক্ষণাবেক্ষণ ও প্রকৌশল বিভাগের গাফিলতি স্পষ্ট। যেখানে মানুষের জীবন-মরণের প্রশ্ন, সেখানে ওই অবহেলা অমার্জনীয়। এর জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। মাত্র কয়েক মাস আগেই বিমানের প্রকৌশলীদের বয়সসীমা ও সুযোগসুবিধা বাড়ানো হয়েছে। এখন যেখানে তাদের আরও দক্ষতা এবং দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য সম্পাদন করার কথা, সেখানে তাদের গাফিলতিতে আকাশে চাকা খুলে পড়ছে। এ দুর্ভাগ্য বিমানের ভাবমূর্তিতে নিশ্চিত নেতিবাচক প্রভাব ফেলবে। গত ৫ আগস্টের পর নতুন বাংলাদেশে ভেঙে পড়া বা পচন ধরা যেসব ক্ষেত্র সংস্কারের কাজ চলছে, সে তালিকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসকেও অন্তর্ভুক্ত করা হোক। প্রয়োজনে এর পুরো খোলনলচে বদলে সৎ, দক্ষ ও দায়িত্বশীল ব্যবস্থাপনা নিশ্চিত করুন। মানুষের অমূল্য জীবন এবং মূল্যবান জাতীয় সম্পদ রক্ষার স্বার্থেই এটা জরুরি।
শিরোনাম
- ভারতের আধিপত্য রুখতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : আব্দুস সালাম
- হাতিরঝিলে ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশি ৮০০ প্রতিযোগী
- পুঁজিবাজারের মাঠ খেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত: বিএসইসি কমিশনার
- দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতে ৫ দাবি
- চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করলো সৌদি আরব
- ‘জুলাই শহিদদের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদানের বিষয়ে কাজ করছে সরকার’
- ফজরকে আদালতে নেয়া নিয়ে অনিশ্চয়তা, শুরু হয়নি চারজনের রিমান্ড
- মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়, প্রশ্ন মাহফুজ আলমের
- হাজারীখিল অভয়ারণ্যে ৩৩ অজগর অবমুক্ত
- টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা
- ইরান ছেড়েছে জাতিসংঘের পরমাণু পরিদর্শক দল
- ৩ আগস্ট শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি
- খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ
- ঝড়ের শঙ্কায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার
- সোনারগাঁয়ে পৌর বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ
- মারা গেলেন হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
- গুঞ্জনের ইতি টেনে পুরোনো ঠিকানায় নিকো
খুলে পড়ল বিমানের চাকা
এ দায়িত্বহীনতা অমার্জনীয়
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর