অল্পের জন্য রক্ষা পেলেন বিমানের ৭১ জন যাত্রী। কক্সবাজার থেকে ওড়ার পর উড়োজাহাজের একটা চাকা খুলে পড়ে যায়। তবে শেষ পর্যন্ত ঢাকায় নিরাপদে জরুরি অবতরণ করে বিমানটি। আরোহীদের কারও ক্ষতি হয়নি। এ সফল অবতরণের জন্য পাইলটদের সাধুবাদ জানাই। এর আগে এমন আরেকটা ঘটনা ঘটনা ঘটেছিল ২০১৭ সালের ২৫ অক্টোবর। সেদিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে ওড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ বিমানের ঢাকাগামী ফ্লাইটের একটা চাকা খুলে পড়ে যায়। এবারের ঘটনা ঘটে শুক্রবার দুপুরে। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি অবহিত করে জানান, তিনি জরুরি অবতরণ করতে চান। দ্রুত সব প্রস্তুতি নেওয়া হয়। তৈরি রাখা হয় ফায়ার সার্ভিসের দল। বিমানটি নিরাপদে নেমে আসে। পরে কর্তৃপক্ষ জানায়, বিমানের যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে। তারা এ নিয়ে তদন্ত কমিটিও করতে পারে। যার রিপোর্ট কখনো আলোর মুখ দেখবে কি না, তার নিশ্চয়তা নেই। আসলে সমস্যাটা বিমানের পেশাদারত্ব ও জবাবদিহিতে। এটা স্পষ্টত কর্তৃপক্ষের অবহেলা ও দায়িত্বহীনতাজনিত মহাবিপর্যয়। এ ঘটনার মধ্য দিয়ে রক্ষণাবেক্ষণ ও প্রকৌশল বিভাগের গাফিলতি স্পষ্ট। যেখানে মানুষের জীবন-মরণের প্রশ্ন, সেখানে ওই অবহেলা অমার্জনীয়। এর জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। মাত্র কয়েক মাস আগেই বিমানের প্রকৌশলীদের বয়সসীমা ও সুযোগসুবিধা বাড়ানো হয়েছে। এখন যেখানে তাদের আরও দক্ষতা এবং দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য সম্পাদন করার কথা, সেখানে তাদের গাফিলতিতে আকাশে চাকা খুলে পড়ছে। এ দুর্ভাগ্য বিমানের ভাবমূর্তিতে নিশ্চিত নেতিবাচক প্রভাব ফেলবে। গত ৫ আগস্টের পর নতুন বাংলাদেশে ভেঙে পড়া বা পচন ধরা যেসব ক্ষেত্র সংস্কারের কাজ চলছে, সে তালিকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসকেও অন্তর্ভুক্ত করা হোক। প্রয়োজনে এর পুরো খোলনলচে বদলে সৎ, দক্ষ ও দায়িত্বশীল ব্যবস্থাপনা নিশ্চিত করুন। মানুষের অমূল্য জীবন এবং মূল্যবান জাতীয় সম্পদ রক্ষার স্বার্থেই এটা জরুরি।
শিরোনাম
- যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডো: ২১ জনের মৃত্যু, হাজার হাজার ঘর ক্ষতিগ্রস্ত
- ভারতের মহাকাশ অভিযান ব্যর্থ, মাঝপথে বাতিল মিশন-রকেট ধ্বংস
- দিল্লি থেকে ৪০ রোহিঙ্গাকে ধরে নিয়ে সাগরে ফেলে দিলো ভারত
- আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- সৌদি আরব পৌঁছেছেন ৪৯ হাজার ১০৩ হজযাত্রী
- আইসিইউতে ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার
- ইসরায়েলি হামলা চলছেই; গাজায় বাড়ছে নিহতের সংখ্যা
- গাজায় ইসরায়েলি আগ্রাসন: ৪৮ ঘণ্টায় ২০০ ফিলিস্তিনি নিহত
- করিডর ও বন্দর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়
- পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, ভারতীয় ইউটিউবার গ্রেফতার
- বিস্ফোরণে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়ার শহর
- যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডো তাণ্ডব, ২৫ জনের মৃত্যু
- ম্যানসিটিকে হারিয়ে ইতিহাসে প্রথম শিরোপা জিতল ক্রিস্টাল প্যালেস
- পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট সর্বোচ্চ ফি ৩০০ টাকা নির্ধারণ
- হজযাত্রীদের সুরক্ষায় নতুন উদ্যোগ সৌদি আরবের
- ‘তাণ্ডব’-এ শাকিব খানের রাফ লুক, রহস্যে ঘেরা নতুন পোস্টার
- বাংলাদেশ এড়িয়ে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প হাতে নিল ভারত
- ইমনের ব্যাটে শতরান, পেসে ছিন্নভিন্ন আমিরাত
- মেরাদিয়ায় হাট বসাতে দেওয়া হবে না
- ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা
খুলে পড়ল বিমানের চাকা
এ দায়িত্বহীনতা অমার্জনীয়
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর