কর্তৃত্ববাদী শাসনের পৌনে ১৬ বছর দেশের সর্বস্তরের মানুষের মতো বিনিয়োগকারীদেরও নাকে দড়ি দিয়ে ঘোরানো হতো। স্বভাবতই দেশে মুক্ত ও গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হোক এটি ছিল ব্যবসায়ী সম্প্রদায়েরও প্রত্যাশা। কর্তৃত্ববাদী সরকারের হুকুমবরদারের যে ভূমিকা পালন করতে তারা বাধ্য হতেন, সে বিড়ম্বনার অবসান হলেও অদৃশ্য খবরদারির হাত থেকে এখনো মুক্তি মেলেনি। দেশবাসীর কর্মসংস্থানে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি জরুরি হলেও সে পথে হাঁটার সক্ষমতা অর্জন করতে পারেনি অন্তর্বর্তী সরকার। গত এপ্রিলে ঢাকঢোল পিটিয়ে আয়োজন করা হয় বিনিয়োগ সম্মেলনের। কিন্তু সে সম্মেলন কতটা সফল হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। বিনিয়োগকারীরা বিনিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতাকে গুরুত্ব দেন। সে ক্ষেত্রে ঘাটতি থাকলে তারা এগিয়ে আসতে ভয় পান। এ সরকার দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিলেও তা বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে খুব একটা কাজে লাগেনি। বিশেষজ্ঞদের অভিমত, রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল না হলে কেউ নতুন করে বিনিয়োগের ঝুঁকি নেবে না, এটাই স্বাভাবিক। বিনিয়োগকারীরা মূলত এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। অন্তর্বর্তী সরকার ইনভেস্টমেন্ট সামিট আয়োজন, স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার পরিধি বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে সব বিনিয়োগ প্রচারণা সংস্থাকে একই ছাদের নিচে নিয়ে আসার কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় বে-টার্মিনাল নির্মাণের জন্য ডিপিপি অনুমোদন করা হয়েছে গত মাসের শেষ দিকে। এরপরও এখন পর্যন্ত বিনিয়োগ বৃদ্ধির মতো কোনো লক্ষণ দৃশ্যমান হয়নি। এর ফলাফল বিনিয়োগকারীদের আগ্রহের সূচক হিসেবে বিবেচিত বিডায় নিবন্ধিত বিনিয়োগ প্রস্তাবের সংখ্যা এখনো নিম্নমুখী। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, সরাসরি বিদেশি বিনিয়োগের নিট প্রবাহও কমেছে। অন্যদিকে শিল্পের মূলধনি যন্ত্র আমদানিও নিম্নমুখী প্রবণতাতেই রয়েছে। বিনিয়োগ গতি সৃষ্টি করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার পথে হাঁটতে হবে অন্তর্বর্তী প্রশাসনকে।
শিরোনাম
- স্থগিত হলো কারিগরি শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা
- নির্বাচনের আগে ডিসি-এসপি পদে রদবদল হবে
- সব ধরনের অপরাধ থেকে সুন্দরবনকে মুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে পরিবেশ উপদেষ্টার নির্দেশ
- কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
- ভোটের মার্কা শাপলা নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত
- ১৮ জুলাই বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট পাবেন গ্রাহকরা
- ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি
- ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান
- বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- উন্নয়নের নামে প্রতারণা করে ক্ষমতায় ছিল স্বৈরাচারী সরকার : রিজভী
- হাসিনার কল রেকর্ড ফাঁস : ‘এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি’
- নাটোরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার
- ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ শাহ পরান পাঁচদিনের রিমান্ডে
- র্যাগিংয়ের নামে জুনিয়রদের যৌন হেনস্তার অভিযোগে ৭ ইসরায়েলি সেনা আটক
- চট্টগ্রামে টানা বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে ১৫ দিনের কর্মসূচি
- স্পেনের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু
- জুলাই বিরোধী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে গোবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- সিরাজগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন
বিনিয়োগে শ্লথগতি
আস্থা ফিরিয়ে আনতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর