কুমিল্লার চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে নাঈমুল ইসলাম নাঈম (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলা সদরের চান্দিনা মহিলা কলেজ সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈমুল ইসলাম নাঈম গাইবান্ধা জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ চান্দিনার রারিরচর গ্রামে ভাড়ায় বসবাস করে নির্মাণ শ্রমিকের কাজ করে আসছিলেন।
নির্মাণ কাজের ঠিকাদার খোকন ভূইয়া জানান- রারিরচর এলাকার মহিলা কলেজ সংলগ্ন শাহপরান নামে এক ব্যক্তির বহুতল ভবনের নির্মাণ কাজ চলছিল। রবিবার দুপুরে তৃতীয় তলার ছাদের রড ফেলার সময় লম্বা রড পল্লী বিদ্যুতের খোলা তাঁরের সাথে লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয় নাঈম। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের চাচা, খালু ও বড় ভাইও আমার সাথে কাজ করে। নাঈমের মৃত্যুর পর হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে যায় স্বজনরা।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন বলেন, হাসপাতালে আনার আগেই নির্মাণ শ্রমিক নাঈমুল ইসলামের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম