ঢাকা থেকে জাপানের নারিতা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে যাতায়াত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিমান। চলমান হজ ফ্লাইট, এয়ারক্রাফট স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার নিরিখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান।
আজ রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা ১ জুলাই পরবর্তী ফ্লাইটে ঢাকা-নারিতা-ঢাকা রুটে টিকিট কিনেছেন, তারা চাহিদা অনুযায়ী কোনো বাড়তি খরচ ছাড়াই রিফান্ড বা পুরো অর্থ ফেরত নিতে পারবেন। সেজন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস্ অফিস বা কাউন্টার ও সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে বিমান।
১৯৭৯ সালে ঢাকা-টোকিও রুটে ফ্লাইট চালু করেছিল বিমান। কিছুদিন পর সেটি বন্ধ হয়ে যায়। এর দুই বছর পর ১৯৮১ সালে ঢাকা-নারিতা রুটে বিমান ফ্লাইট পরিচালনা শুরু করে। ২০০৬ সালে তা বন্ধ হয়ে যায়। এর প্রায় দেড় যুগ পর ২০২৩ সালের ১ সেপ্টেম্বর বিমান চালু করে ঢাকা-নারিতা ফ্লাইট। এবার দেড় বছরের মাথায় সেটি স্থগিত হলো। এর ফলে ঢাকা থেকে বিমানে সরাসরি জাপানে যাওয়া যাবে না।
বিডি প্রতিদিন/জুনাইদ