কুমিল্লার লাকসামে বিদ্যুৎস্পৃষ্টে হাফেজ মো. জাকির হোসেন (৩৫)নামের একজন শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার উত্তরদা ইউনিয়নের রামপুর গ্রামে এই ঘটনা ঘটে। ওই শিক্ষক রামপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে। তিনি রামপুর দারুসুন্নাত দ্বীনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং হেফজ বিভাগের শিক্ষক।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ, এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, হাফেজ মো. জাকির হোসেন বাড়ির পাশে একটি গাছের ডাল কাটছিলেন। ওই গাছের ওপর দিয়ে বয়ে গেছে একটি বৈদ্যুতিক লাইন। ওই বৈদ্যুতিক লাইনের সঙ্গে কাটা ডালটি লাগলে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
বিডি প্রতিদিন/এএম