সিডনির এডমন্ডসন পার্কের ক্লারমন্ট পার্কে আজ রবিবার (১৮ মে) বৈশাখী উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবের আয়োজন করেন সিডনি প্রবাসী উদ্যোক্তা ও কমিউনিটি সংগঠক ইশরাত সুলতানা।
উৎসবের মূল আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী বাঙালি খাবারের রাজকীয় আয়োজন, সাদা ভাত, ইলিশ ভাজা, নানান রকমের ভর্তা, দেশীয় কারি-তরকারি, বাহারি পিঠা, নানা পদের মিষ্টি, দই ও চা। এছাড়াও বৈশাখী সাজে সজ্জিত পুরো অনুষ্ঠানস্থল অতিথিদের নজর কাড়ে এবং একটি প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।
সাংস্কৃতিক পরিবেশনায় ছিল লোকসংগীত, নৃত্য, গান এবং বৈশাখী সাজে শিশুদের অংশগ্রহণ। ছোটদের জন্য খেলাধুলা ও উপহার বিতরণের আয়োজনও ছিল বিশেষ আকর্ষণ।
উদ্যোক্তা ইশরাত সুলতানা জানান, বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনে প্রবাসে মিলনমেলাটি ছিল একটি অলাভজনক সামাজিক উদ্যোগ, যার লক্ষ্য প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা।
আয়োজক কমিটি উৎসব শেষে সকল অতিথি, শুভানুধ্যায়ী ও কমিউনিটির সদস্যদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
বিডি প্রতিদিন/জামশেদ