বিনা মেঘে বজ্রপাতের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ চাপিয়ে দেওয়া বাড়তি শুল্কের বোঝা বিরূপ প্রভাব ফেলতে শুরু করেছে দেশের তৈরি পোশাকশিল্পে। এরই মধ্যে ক্রেতারা তাদের ক্রয় আদেশের বিপরীতে আড়াই শতাংশ অতিরিক্ত শুল্কের দায় চাপিয়ে দিয়েছেন। এতে কোনো কোনো প্রতিষ্ঠানের ওপর বাড়তি শুল্কের অঙ্ক মিলিয়ন ডলার পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে দেশে পোশাকশিল্পের অর্ডার উদ্বেগজনক হারে কমে যাওয়ার আশঙ্কা অংশীজনদের। গত এপ্রিলের শুরুতে ট্রাম্প বাণিজ্য সমতার দোহাই দিয়ে বিশ্বের প্রায় সব দেশের ওপর এক হটকারী শুল্কের দায় চাপিয়ে দেন। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের আমদানি করা পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা আসে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তাৎক্ষণিক এক চিঠির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তিন মাসের জন্য ওই সিদ্ধান্ত স্থগিত করলেও অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বহালই থাকে। এটাও আমাদের পোশাকশিল্পের জন্য সহজ-সহনীয় নয়। বাণিজ্য মন্ত্রণালয় ইতোমধ্যেই কিছু জরুরি পদক্ষেপ নিয়েছে। এবং মার্কিন বাণিজ্য দপ্তরের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক পরিশোধের দায় এরই মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে আমাদের শিল্পোদ্যোক্তাদের ওপর। প্রচলিত শুল্কের অতিরিক্ত যে ১০ শতাংশ ট্যাক্স বহাল রয়েছে, সেখান থেকে কোনো কারখানাকে ৫, কাউকে ৩ বা ২ শতাংশ শুল্ক চাপিয়ে দিচ্ছে। ক্রয়াদেশ ধরে রাখতে গার্মেন্টগুলো চাপিয়ে দেওয়া এ বাড়তি শুল্ক পরিশোধে বাধ্য হচ্ছে। যুক্তরাষ্ট্রে শীর্ষ ১০ তৈরি পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি। বর্ধিত শুল্কারোপের পর দেশটির বাজারে রপ্তানির পরিমাণ কী দাঁড়ায়, তা নিয়ে সংগত উদ্বেগ রয়েছে পোশাক শিল্পমালিকদের। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমে যাওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। রাজনৈতিক পালাবদলের অস্থিতিশীলতা, রাজনৈতিক ডামাডোল, গ্যাস-বিদ্যুৎ সংকট, শ্রমিক অসন্তোষসহ নানা কারণে এমনিতেই চাপে রয়েছে গার্মেন্ট শিল্প খাত। পশ্চিমা দেশগুলোতে মূল্যস্ফীতির কারণেও অর্ডার কমছে। তিন মাসের স্থগিতাদেশ উঠে যাওয়ার পর নতুন ট্যারিফ কী দাঁড়াবে, তার ওপর অনেকাংশেই নির্ভর করছে আমাদের শ্রমঘন পোশাকশিল্পের ভবিষ্যৎ। সব মিলে বলা যায়, একটা অশনিসংকেত ঝুলছে এ শিল্পের ওপর। দুই দেশের ঊর্ধ্বতন বাণিজ্য-ব্যবস্থাপনা কর্মকর্তাদের কার্যকর আলোচনা এবং একই সঙ্গে জোরদার কূটনৈতিক প্রচেষ্টায় বিষয়টির সন্তোষজনক ও যৌক্তিক সুরাহা হওয়া জরুরি।
শিরোনাম
- দক্ষিণাঞ্চলের ৩০ অস্বচ্ছল নারীকে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন উপহার
- অবৈধ ভারতীয়দের চিহ্নিত করে নিয়ম মেনে ফেরত পাঠানো হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- বিয়ের রাতে স্বামীর টাকা-স্বর্ণালংকার নিয়ে পালালেন নববধূ
- সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেফতার
- গাইবান্ধায় হ্যাকারের বাড়িতে অভিযান, বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ
- ভালুকায় বিডার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
- জবির প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ জুন
- কালবৈশাখী ঝড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- বনরক্ষীদের ওপর হামলা বরদাশত নয়, কঠোর ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশ সচিব
- রংপুরে ৫ দফা দাবিতে মউশিক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
- শেরপুরে ৫ দফা দাবিতে মউশিক শিক্ষকদের মানববন্ধন
- পাকিস্তানের কাছে স্পর্শকাতর তথ্যপাচারের অভিযোগে ভারতে শিক্ষার্থী গ্রেফতার
- জনরোষের আগেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান ফারুকের
- কুমিল্লায় আন্তঃকলেজ ব্যাডমিন্টন উৎসবে ২৩ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা
- ট্রাম্পের ‘বিশাল-সুন্দর’ কর প্রস্তাব আটকে দিলেন পাঁচ রিপাবলিকান
- যুক্তরাষ্ট্রের শীর্ষ ক্রেডিট রেটিং কেড়ে নিল মুডিজ
- বরিশালে বিপুল পরিমাণ গলদা রেণু উদ্ধার
- টটেনহ্যামকে হারাল ভিলা
- ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ স্থাপনের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
- এবার ফারাক্কা বাঁধ প্রকল্পের ওপর সামরিক মহড়া দিল ভারত
বাড়তি শুল্কের বোঝা
সুরাহা হোক বাণিজ্য ও কূটনৈতিক উদ্যোগে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর