কারিগরি শিক্ষার মানোন্নয়নে দেশব্যাপী একযোগে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে গুরুত্বপূর্ণ রদবদল এনেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ১৮ জন শিক্ষক ও কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি, পদায়ন কিংবা অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদারের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা, কক্সবাজার, কুমিল্লা, রাজশাহী, পাবনা, নওগাঁ ও খুলনাসহ বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে এই রদবদল কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. লুৎফর রহমানকে বদলি করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ অনিমেশ পাল পদায়ন পেয়েছেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে। কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খীসাকে নিয়োগ দেওয়া হয়েছে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে। চাঁপাইনবাবগঞ্জ থেকে মো. আবুল কালাম আজাদকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে বদলি করা হয়েছে।
এছাড়া, উপাধ্যক্ষদের মধ্য থেকে কয়েকজনকে ‘আয়ন ব্যয়ন ক্ষমতাসহ অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব’ দেওয়া হয়েছে। এর মধ্যে রংপুর, কুমিল্লা, কক্সবাজার, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিষ্ঠান পরিবর্তন ছাড়াও তাদের নতুন দায়িত্বের আওতায় প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রয়োগের সুযোগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, মো. কেপায়েত উল্লাহকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে প্রেষণে পাঠানো হয়েছে। একইসঙ্গে মো. নূরুল ইসলাম ও মো. মনিরুল হক যথাক্রমে উপসচিব (প্রশাসন) ও উপসচিব (রেজিস্ট্রেশন) হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাছাড়া, সামসুল আলম ও শেখ মুস্তাফিজুর রহমানসহ আরও কয়েকজন উপাধ্যক্ষকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনটি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের অনুলিপি আকারে পাঠানো হয়েছে এবং গেজেটে প্রকাশের জন্য বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসেও পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কেএ