আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা প্রস্তুতি পরিদর্শনে আজ রবিবার আমিন বাজার ল্যান্ডফিল এলাকায় আকস্মিক সফর করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মাননীয় প্রশাসক মোহাম্মদ এজাজ। পরিদর্শনকালে তিনি বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী এবং পরিবহন চালকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সুষ্ঠ ও নিরাপদ বর্জ্য অপসারণের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশাসক লিচেট ট্রিটমেন্ট প্ল্যান্ট (Leachate Treatment Plant) ঘুরে দেখেন এবং প্ল্যান্টের কার্যকারিতা বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক এস.এম. শফিকুর রহমানকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি নির্দেশ দেন যে, ময়লা পানি পরিশোধনে ব্যবহৃত রাসায়নিকের কার্যকারিতা পরীক্ষার জন্য তা ল্যাবে পাঠাতে হবে এবং নিশ্চিত করতে হবে লিচেট যাতে কোনোভাবে নদী বা জলাশয়ের সঙ্গে মিশে না যায়।
পরিদর্শনের সময় তিনি কোরবানির বর্জ্য ডাম্পিংয়ের জন্য নির্ধারিত স্থান, যানবাহনের চলাচলপথ এবং ডাম্পিং স্টেশনের অবস্থা সরেজমিনে পর্যালোচনা করেন। দুর্ঘটনার ঝুঁকি কমাতে খাড়া প্রবেশপথে প্লাস্টিক গ্রিড স্থাপন ও রাস্তা দ্রুত মেরামতের নির্দেশ দেন। একইসঙ্গে, ডাম্পিং স্টেশনের রাস্তা প্রশস্ত করার নির্দেশনাও দেন।
পরিবহন চালকদের পক্ষ থেকে ইউনিয়নের সভাপতি আবুল হোসেন ভূইয়া এবং সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ভূইয়া বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসব বিষয়ে ডিএনসিসি প্রশাসক আশ্বস্ত করে বলেন, আসন্ন কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব সরঞ্জাম ও সহায়তা প্রদান করা হবে।
তিনি আরও জানান, বর্তমানে অকেজো অবস্থায় থাকা স্কেভেটরগুলো মেরামত করে কোরবানির সময় ব্যবহারের উপযোগী করা হবে। এছাড়া, ঢাকা সেনানিবাস এলাকার বর্জ্যও আমিন বাজার ল্যান্ডফিলে ডাম্পিংয়ের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আমিন বাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্পের পরিচালক এস.এম. শফিকুর রহমান, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফরহাদসহ ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
বিডি প্রতিদিন/মুসা