রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করেছে মহানগর যুবদল। দলীয় কার্যালয়ে শনিবার (১৮ আক্টোবর) দুপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, যুগ্ম আহ্বায়ক ওয়াহেদ মুরাদসহ বিভিন্ন ইউনিটের নেতারা।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, আনিছুর রহমান লাকু ছিলেন জেলা বিএনপির প্রাণ। তিনি ফ্যাসিস্ট সরকারের আমলে বহুবার জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়েছিলেন। ‘মিথ্যা মামলায়’ তাকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। সদা হাস্যোজ্জ্বল আনিছুর রহমান লাকু সকল প্রতিকূলতাকে কাটিয়ে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে গেছেন।
বিডি প্রতিদিন/জামশেদ