শ্রীলঙ্কার বিপক্ষে ছয় ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারের পর দারুণ জয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। গতকাল দ্বিতীয় ম্যাচে লঙ্কান যুবাদের ৯ উইকেটে হারিয়েছে আজিজুল হাকিম তামিমরা। এ জয়ে ১-১ সমতায় ফিরল টাইগার যুবারা। ম্যাচে আল-ফাহাদ ৪৪ রানে ৬ উইকেট এবং ওপেনার জাওয়াদ আবরার ১০৬ বলে ১৩০ রানের দুরন্ত ইনিংস খেলেন। গতকাল কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ফাহাদের দুরন্ত বোলিংয়ে মাত্র ২১১ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে ৫১ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন চামিকা হেনাতিগালা। টাইগার বোলার ফাহাদ ৬টি ও ইমন ২টি উইকেট নেন। জবাবে ৯৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। দলের হয়ে ওপেনার কালাম সিদ্দিকি ৩৫, জাওয়াদ ১৩০* এবং অধিনায়ক আজিজুল হাকিম ৬৯* রান করেন। টাইগারদের একমাত্র উইকেটটা নেন কুগাদাস মাথুলান। সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ৯৮ রানে হেরেছিল বাংলাদেশ।