রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ রবিবার (৯ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
অর্থ উপদেষ্টার কর্মসূচি
• সকাল ১১টা : মন্ত্রিপরিষদ বিভাগ নবনির্মিত ভবন-১ এ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হবে।
ক্রীড়া উপদেষ্টার কর্মসূচি
• সকাল ১১টা : বিকেএসপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও বিকেএসপি দ্বারা পরিচালিত যুবদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নির্বাচন কমিশনারের কর্মসূচি
• দুপুর ১২টা : নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিজেসি, আরএফইডি ও বিবিসি মিডিয়া অ্যাকশনের প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন। এ সময় নির্বাচন কমিশনের কাছে নীতিমালায় প্রস্তাবিত সংশোধনীর কপি তুলে হস্তান্তর করা হবে।
বিএনপির কর্মসূচি
• বিকাল ৩টা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
কর্মসূচিটি উত্তরা আব্দুল্লাহপুর সংলগ্ন পলওয়েল মার্কেটের সামনে থেকে শুরু হয়ে জসীমউদ্দিন রোড হয়ে হাউজবিল্ডিং পর্যন্ত যাবে।
বিডি-প্রতিদিন/তানিয়া