কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব ঘিরে টাঙ্গাইলের ১২টি উপজেলার ১ হাজার ২৪৭টি মণ্ডপে প্রতিমায় চলছে সাজসজ্জা। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় মাটির প্রতিমা হয়ে উঠছে অপরূপ সুন্দর। দুর্গোৎসব পরিপূর্ণ করতে মণ্ডপে মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতিও। পঞ্জিকা অনুযায়ী ২১ সেপ্টেম্বর (কাল) মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হবে। পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি অমল ব্যানার্জি জানান, শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপনের লক্ষ্যে সব প্রস্তুতি রয়েছে।
পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তার জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। জেলা প্রশাসক শরীফা হক জানান, টাঙ্গাইলে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এদিকে নেত্রকোনায় আসন্ন শারদীয় উৎসব দুর্গাপূজা ঘিরে এবার প্রস্তুত হচ্ছে ৫ শতাধিক পূজামণ্ডপ। সনাতন ধর্মাবলম্বী নেতাদের দাবি, এবার শঙ্কাহীন পরিবেশে পূজা অনুষ্ঠিত হওয়ায় মণ্ডপের সংখ্যাও বেড়েছে। গত বছরের তুলনায় মণ্ডপ বেড়েছে ৫৫টি। এদিকে উৎসব নির্বিঘ্ন করতে তিন স্তরের নিরাপত্তা বলয়ে প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল জেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমা নির্মাণে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এডিশনাল এসপি হাফিজুল ইসলাম জানান, ‘উৎসবকে নির্বিঘ্ন করতে আমরা কয়েকটি দুর্গম এলাকার ঝুঁকিপূর্ণ মণ্ডপের তালিকা প্রস্তুত করেছি। মোবাইল পেট্রোলিংসহ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, ‘সবার সহযোগিতায় আমরা সুন্দরভাবে পূজা উদ্যাপন সম্পন্ন করতে পারব।’