ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুরের করেরগাঁও এলাকায় আবারও সচল হয়েছে একাধিক অবৈধ সিসা কারখানা। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের ছত্রছায়ায় ও প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে রাতের আঁধারে কারখানাগুলো চালু রাখা হচ্ছে। এতে নির্গত কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে আশপাশের অন্তত ১০ গ্রামের কয়েক লক্ষাধিক মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।
সরেজমিন দেখা গেছে, দিনে তেঘরিয়া ইউনিয়নের মুজাহিদ নগর রাস্তার পাশে কারখানার ভিতরে ২০-৩০ জন শ্রমিক কাজ করছেন। কেউ পুরোনো ব্যাটারির ওপরের অংশ খুলে প্লেট বের করছেন। আবার কেউ ব্যাটারি থেকে অ্যাসিড বের করছেন। এসব শ্রমিক পুরোনো ব্যাটারি ভেঙে অ্যাসিড বের করা ও সিসার কাজ করছেন। আর সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত আবদুলাহপুরের করেরগাঁওয়ে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা গলানো হয়। এতে ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। সিসার ধোঁয়ায় বিলের পানির রং কালচে আকার ধারণ করেছে এবং বিলের মাছ মারা যাচ্ছে। শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্ট, চোখ জ্বালা, চর্মরোগ ও নানা স্বাস্থ্যসমস্যা বাড়ছে। অনেকে চিকিৎসার জন্য হাসপাতালে ছুটছেন। এলাকাবাসীর অভিযোগ, গণমাধ্যমে খবর প্রকাশের পর প্রশাসন মাঝে মাঝে অভিযান চালায়। তবে অভিযান শেষে রাতেই কারখানাগুলো আবারও চালু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলেন, ‘প্রশাসন এলে এক-দুটি কারখানাকে জরিমানা করে চলে যায়। পরে আবার সব আগের মতোই চলতে থাকে। অবৈধ কারখানার পরিচালক প্রভাবশালী বা অসাধু কর্মকর্তা ও সংশ্লিষ্টদের যোগসাজশে কারখানা পরিচালনা করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, শ্বাসকষ্ট ও চর্মরোগে ভুগলেও ১৫ হাজার টাকার বেতনে তারা বাধ্য হচ্ছেন এ বিপজ্জনক কাজে। প্রতিদিন রাত ৯টা থেকে ভোর পর্যন্ত পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা বের করা হয়, পরে তা বাজারে বিক্রি করা হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সিসা গলানোর সময় নির্গত ধাতব উপাদান শরীরে প্রবেশ করলে কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হওয়ার আশঙ্কাও থাকে।
কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন বলেন, ‘সিসা এমন এক ক্ষতিকর পদার্থ, যা মাটিতে পড়লে সেখানে কোনো ফসল হবে না। হলেও তা মানবদেহের জন্য বিষ হয়ে উঠবে।’
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। কেরানীগঞ্জে রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ বলেন, পরিবেশ দূষণ করে এমন কোনো কারখানা চলতে দেওয়া হবে না। অবৈধ সিসা কারখানার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’