নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকার কিশোর গ্যাং লিডার নাহিয়ান আজমকে (৩০) হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- রাতুল ওরফে টুটুল (২৯) ও সাইফুল ওরফে পাগলা সাইফুল (৩৮)। আদালত তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামীমা খাতুন এ আদেশ দেন। অতিরিক্ত পুলিশ সুপার হাছিনুজ্জামান বলেন, নাহিয়ান আজম হত্যায় তার বাবা বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। পরে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠালে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ৭ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকার হত্যাসহ একাধিক মামলার আসামি কিশোর গ্যাং নেতা নাহিয়ান আজম ইভন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।