জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিভাজন দেখা যাচ্ছে। যা দেশে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করছে। এতে দেশের আগামী দিনের রাজনৈতিক আকাশে কালো মেঘের ছায়া নেমে আসতে পারে। তরুণ প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা জরুরি। গতকাল গুলশানে দলের ঢাকা মহানগরী নেতা-কর্মীরা দেখা করতে এলে একথা বলেন সাবেক এই মন্ত্রী। তিনি আরও বলেন, গত বছরের ৫ আগস্ট বিপ্লবের মধ্যদিয়ে দেশের রাজনীতিতে পরিবর্তন বিবর্তন হয়েছে।
ওই পরিবর্তন বিবর্তন থেকে রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিত। যারা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তারা আমাদের সন্তান। অনেকেই এ বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বলতে চায়। কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসেবে অনুরোধ করব, একাত্তরের সঙ্গে কোনো কিছু যাতে তুলনা না করে। যারা বিপ্লব সংঘটিত করেছে, তারা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল। এ সময় দলের কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু, লিয়াকত হোসেন খোকাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।