পাঁচ মাস ১০ দিন বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) একাডেমিক কার্যক্রম আজ শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাদের চলমান আন্দোলন কর্মসূচি তিন মাসের জন্য স্থগিত করেছেন। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মো. মাকসুদ হেলালী ক্লাস শুরুর নির্দেশ দেন। এরপর বিকালে রেজিস্ট্রার মো. আনিছুর রহমান বিজ্ঞপ্তির মাধ্যমে ১৯ জুলাই ক্লাস শুরুর কথা জানান। এর আগে দুই দিন ধরে ভিসি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। দীর্ঘদিন পর ক্লাস ও পরীক্ষা শুরুর ঘোষণা শিক্ষার্থীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ভিসি ড. মো. মাকসুদ হেলালী বলেন, ‘শিক্ষক ও ছাত্ররা একমত হয়েছেন, ক্লাস ও তদন্ত কার্যক্রম একসঙ্গে চলবে। এজন্য মঙ্গলবার (আজ) ক্লাস শুরুর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’ শিক্ষক সমিতির সেক্রেটারি ড. ফারুক হোসেন বলেন, ‘যেহেতু শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিচারিক কার্যক্রমের আশ্বাস পাওয়া গেছে তাই শিক্ষকদের চলমান কর্মসূচি স্থগিত করা হয়েছে।’
উল্লেখ্য, ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে শিক্ষার্থীদের কর্মসূচিতে ১৮ ফেব্রুয়ারি হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হন। এর পর থেকে নানান টানাপোড়েনে কুয়েটে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আন্দোলনের জেরে ২৫ এপ্রিল সাবেক ভিসি ড. মুহাম্মদ মাছুদকে অপসারণ করে শিক্ষা মন্ত্রণালয়। পরে শিক্ষক সমিতি ১৮ ফেব্রুয়ারি শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিচারক কার্যক্রমের দাবিতে ৪ মে ক্লাস বর্জন শুরু করেন।