কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দফা দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচির বিপরীতমুখী অবস্থান নিয়েছেন দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়সহ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গতকাল রাজধানীর জাতীয় শহীদ মিনারের সামনে ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এদিকে শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায় না হলে এগ্রি ব্লকেডের হুঁশিয়ার দেন।