বকেয়া বেতন পরিশোধ, ছাঁটাই কর্মকর্তাদের পুনর্বহালসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে গাজীপুর সদরের হোতাপাড়ায় ফু-ওয়াং ফুডস লিমিটেড কারখানার শ্রমিকরা। গতকাল দুপুরে কারখানার প্রধান ফটকের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। এ ছাড়া বকেয়া পরিশোধসহ বিভিন্ন দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন কোনাবাড়ী এলাকার তুসুকা গ্রুপের শ্রমিকরা। দাবি না মানলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
ফু-ওয়াং ফুডস লিমিটেড কারখানার শ্রমিকরা মানববন্ধনে অবিলম্বে বকেয়া বেতন ও প্রভিডেন্ট ফান্ডের অর্থ পরিশোধ, অনিয়ম-দুর্নীতির তদন্ত ও মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কারখানার সহকারী প্রকৌশলী মাহবুব জামান বলেন, ফেব্রুয়ারি, মার্চ ও চলতি মাসের বেতন-ভাতা না পেয়ে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, ১০ এপ্রিল কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শ্রমিকরা বেতনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছেন।
তুসুকা গ্রুপের শ্রমিকরা বিজিএমইএ কাঠামো অনুযায়ী, বেতন কাঠামোর শতভাগ গ্রেডিংকরণ, চলতি মাসে বকেয়া পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন। তুসুকা গ্রুপের পরিচালক মো. তারেক হাসান বলেন, শ্রমিকদের গতকাল যে দাবি ছিল তা পুরোপুরি মেনে নিয়েছি। আমরা শ্রমিক ছাঁটাই করি না, আইন অনুযায়ী সবকিছু করা হয়।