বনশ্রীতে অভিযান চালিয়ে অনুমোদিত ভবনের নকশার অতিরিক্ত অংশ ভেঙে ফেলেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযান চলাকালে কয়েকটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নও করা হয়। গতকাল সকালে দক্ষিণ বনশ্রী এলাকার কে ও এন ব্লকে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার। রাজউক সূত্রে জানা যায়, বনশ্রীর এন ব্লকে বেজমেন্টেসহ ১০ তলা ভবনের অনুমোদন দেওয়া হলেও বেজমেন্ট ছাড়াই ভবন নির্মাণের কাজ করায় বিদ্যুৎ সংযোগ বন্ধসহ মিটার জব্দ করা হয়। এ ছাড়াও কে ব্লকের দুটি নির্মাণাধীন ভবনের রাজউক অনুমোদিত প্ল্যান দেখাতে না পারায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দের নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে ১৮ নম্বর রোডের দুটি নির্মাণাধীন ভবনের সামনে ও পাশে নির্ধারিত জায়গা রাখার কথা থাকলেও সেটি না রাখায় নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিরিক্ত অংশ ভাঙার নির্দেশ দেন। পরে এক্সেভেটর দিয়ে সেটি ভাঙা হয়।
অভিযানের বিষয়ে রাজউকের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার বলেন, ‘ডিজাইন প্ল্যানের বাইরে অতিরিক্ত অংশ আমরা ভেঙে দিচ্ছি। ডিপিডিসির মাধ্যমে অভিযুক্ত প্রত্যেকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও মিটার জব্দ করা হয়েছে। অভিযুক্তরা সংশোধন করে রাজউকের অনুমতি নিয়ে বিদ্যুৎ সংযোগ লাগাতে পারবেন। এই অভিযান চলবে বলেও জানান তিনি।’