ঝামেলাহীন অর্থ সংগ্রহে ফ্রিল্যান্সারদের জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক নিয়ে এসেছে ‘ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট’। এতে ফ্রিল্যান্সারদের পারিশ্রমিক সংগ্রহে আর কোনো ঝামেলা হবে না। গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অ্যাকাউন্টের উদ্বোধন করা হয়। ব্যাংক কর্তৃপক্ষ জানান, ঘরে বসে যে কোনো ফ্রিল্যান্সার এ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এর জন্য কোনো অর্থ জমা করতে হবে না। অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্টটিতে লেনদেন করা যাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড মার্কেটিং বিটপি দাস চৌধুরী, ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিংয়ের প্রধান লুৎফুল হাবিব, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ড. তানজিবা রহমান, কয়েকজন ফ্রিল্যান্সারসহ অন্যরা।