চট্টগ্রামের মীরসরাই উপজেলার ধুমঘাট ব্রিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. রাসেল (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
নিহত রাসেলের বাড়ি উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় বাজার এলাকায়। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই কফিল উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজনই মোটরসাইকেলে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/মাইনুল