তুরস্কের অনুরোধে পাকিস্তান ও আফগানিস্তান আবারও আলোচনায় বসতে যাচ্ছে। এর আগে চারদিন ধরে চলা আলোচনা ব্যর্থ হওয়ার পর পাকিস্তান আফগানিস্তানকে বিভিন্ন হুমকি দিয়েছিল।
আলজাজিরার তথ্যমতে, পাকিস্তান জানিয়েছে, তারা তাদের প্রতিনিধিদের ইস্তাম্বুলে রেখে আলোচনা চালাবে। এক পাকিস্তানি কর্মকর্তা জানিয়েছেন, “পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে আফগান মাটি যেন ব্যবহার না হয় সেজন্য আমরা শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।”
আফগান সংবাদমাধ্যমও জানিয়েছে, তুরস্ক ও কাতারের হস্তক্ষেপে তারা পুনরায় আলোচনায় সম্মত হয়েছে। চলতি মাসের সংঘর্ষে পাকিস্তান ও আফগান সেনারা একে অপরের ওপর হামলা চালায়, যা রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়।
পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তালেবান নেতাদের ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দিয়েছেন। পাকিস্তান অভিযোগ করেছে, টিটিপি সন্ত্রাসীরা আফগান সীমান্ত ব্যবহার করে হামলা চালাচ্ছে; আফগান তালেবান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
সূত্র: আলজাজিরা
বিডি প্রতিদিন/আশিক