চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামের বিতার্কিকরা সবসময় এগিয়ে আছে, এগিয়ে থাকবে। কারণ চট্টগ্রামের মানুষের মধ্যে এমন একটি বিপ্লবী চেতনা কাজ করে, যা তাকে সামনে এগিয়ে নিয়ে যায়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নগরীর থিয়েটার ইনস্টিটিউটে ‘রবি-দৃষ্টি চট্টগ্রাম বিতর্ক প্রতিযোগিতা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘সম্ভাবনাময় আগামীর প্রত্যয়ে’ আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রামের ৩২টি স্কুল ও সারাদেশের ১৬টি কলেজের শতাধিক বিতার্কিক অংশগ্রহণ করেন। জাতীয় সংগীত ও চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী এবং নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
‘দৃষ্টি’ চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে সহ-সভাপতি সাবের শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ডা. আবদুন নূর তুষার, রবি আজিয়াটা লিমিটেডের হেড অব পাবলিক অ্যাফেয়ার্স ও সাসটেইনেবিলিটি শরিফ শাহ জামাল রাজ, দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান ও শিক্ষাবিদ বৃজেট ডায়েস।
প্রসঙ্গত, চট্টগ্রামের সাংগঠনিক বিতর্কের ৩০ বছর পূর্তি উদযাপন করা হচ্ছে। আগামী বছর ৩১তম বিতর্ক প্রতিযোগিতা সারাদেশব্যাপী আয়োজনের ঘোষণা দেওয়া হয় অনুষ্ঠানে।
বিডি-প্রতিদিন/জামশেদ