সাভারে ফজলে রাব্বি (২৩) নামে এক যুবকের হাত-পা বাঁধা ও বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে সাভারের সদর ইউনিয়নের কলমা উত্তরপাড়া এলাকায় একটি বাউন্ডারির ভেতর জঙ্গল থেকে ওই যুবককের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফজলে রাব্বি সাভার সদর ইউনিয়নের কলমা উত্তরপাড়ার মৃত সত্তের খাঁর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।
পুলিশ জানায়, ১৭ অক্টোবর বিকেল ৫টার দিকে সাভার সদর ইউনিয়নের কলমা এলাকা থেকে নিখোঁজ হন রাব্বি। পরে পরিবারের সদস্য ও স্বজনেরা রাব্বির খোঁজ করের। কিন্তু রাব্বির খোঁজ না মিললে ১৯ অক্টোবর সাভার মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন স্বজনরা। পরে হঠাৎ আজকে বাউন্ডারি ভেতরে জঙ্গলে বস্তা থেকে দুর্গন্ধ আসায় স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে রাব্বির হাত-পা বাঁধা বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফাইজুল খান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাত-পা বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় ওই যুবককের মরদেহ উদ্ধার করা হয়। কে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে।
এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/মাইনুল