তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী, নারী ও কৃষক আন্দোলনের প্রাণপুরুষা ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে কীর্তনখোলা মিলনায়নে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী। বক্তব্য রাখেন কমরেড ইমাম হোসেন খোকন, শুভঙ্কর চক্রবর্তী, এইচ মোজাফফর ইমন, মোস্তাফিজুর রহমান, রেজওয়ান হোসেন সিয়াম, উম্মে হালিমা লাবনী প্রমুখ।
আলোচকরা বলেন, ইলা মিত্র শুধু একটি নাম নয়, একটি বিপ্লবের ইতিহাস। নারী আন্দোলন, কৃষক আন্দোলন, সাঁওতাল–আদিবাসী অধিকার— সব আন্দোলনের এক অগ্রণী মুখ ছিলেন তিনি। জমিদার পরিবারের পুত্রবধূ হয়েও আয়েসি জীবন ত্যাগ করে সাঁওতাল কৃষকদের স্বার্থে সংগ্রামে নামেন ইলা মিত্র। সাঁওতালরা স্নেহের সঙ্গে তাঁকে ডাকতেন “রানিমা”।
বক্তারা আরো বলেন, ইলা মিত্র ছিলেন সাহসের প্রতীক। তার সংগ্রাম আজও সমান প্রাসঙ্গিক। জেল-জুলুম, নির্যাতন— কিছুই তাকে দমাতে পারেনি। একটি শোষণমুক্ত, সাম্যবাদী সমাজ গঠন ছিল তাঁর জীবনের লক্ষ্য। ইলা মিত্র কেবল ইতিহাস নন; তিনি ভবিষ্যত প্রজন্মেরও প্রেরণা।
অনুষ্ঠান শেষে ১০টি স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ, গান, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে ইলা মিত্রের চিন্তা, সংগ্রাম ও মানবিক মূল্যবোধ পৌঁছে দিতে এই আয়োজন গুরুত্ববহ ভূমিকা রাখবে। 
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        