মহাকাশ স্টেশন মিশনের অংশ হিসেবে একজন পাকিস্তানি নভোচারীকে স্বল্পমেয়াদি মিশনে পাঠানোর ব্যবস্থা করছে চীন। এদের মধ্য দিয়ে বিদেশের মাটিতে পরিচালিত মিশনে প্রথম পাকিস্তানি নাগরিক হিসেবে মহাকাশ মিশনে অংশ নেবেন ওই ব্যক্তি।
বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) সংবাদ সম্মেলনে ঘোষণা করেছে যে, পাকিস্তানের একজন নভোচারী পে-লোড এক্সপার্ট হিসেবে স্বল্পমেয়াদি মিশনে অংশ নেবেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই উদ্যোগটি চীনের মহাকাশ স্টেশন মিশনের মাঝারি-মেয়াদি পরিকল্পনা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা অগ্রগতির অংশ হিসেবে নেওয়া হয়েছে। ওই পাকিস্তানি নভোচারী চীনা নভোচারীদের সঙ্গে একসঙ্গে প্রশিক্ষণ নেবেন।
চীনের গ্লোবাল টাইমস জানিয়েছে, মিশনের সময় ওই পাকিস্তানি নভোচারী শুধু ক্রুর নিয়মিত কাজেই অংশ নেবেন না, বরং পাকিস্তানের পক্ষে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষাও পরিচালনা করবেন। সূত্র: ডন নিউজ, গালফ নিউজ, আরব নিউজ, সিনহুয়া, গ্লোবাল টাইমস, সিজিটিএন
বিডি প্রতিদিন/একেএ